Panchayat Elections 2023: সকালে মনোনয়ন, রাতে দলবদল, তৃণমূল ছাড়লেন ৫০০-র বেশি কর্মী
Panchayat Elections 2023: বৃহস্পতিবার রাতে বংশীহারীতে কংগ্রেসের জেলা সভাপতি অঞ্জন চৌধুরী ও ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
দক্ষিণ দিনাজপুর: মনোনয়ন পেশের শেষ দিনে ফের ভাঙন শাসক শিবিরে। তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন পাঁচ শতাধিক কর্মী। দুর্নীতিগ্রস্তদের টিকিট দিয়েছে দল, এই অভিযোগ তুলেই দল ছেড়েছেন ওই কর্মীরা। যাঁর নেতৃত্ব এই দলবদল, সেই সরফরাজ আলি ছিলেন জেলা তৃণমূলের সম্পাদক। বৃহস্পতিবার জানা যায়, তিনি কংগ্রেসের টিকিটে মনোনয়ন দিয়েছেন। এরপরই অনুগামীদের নিয়ে যোগ দেন কংগ্রেসে। তবে এই দলবদলে তেমন কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে শাসক শিবির।
বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা শাসকের দফতরে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেন তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক সরফরাজ আলি। তখনও পর্যন্ত আনুষ্ঠানিক দলবদল হয়নি। মনোনয়ন জমা দেওয়ার পরই তিনি জানিয়েছিলেন কংগ্রেসে যোগদান করবেন। শতাধিক তৃণমূলকর্মীও কংগ্রেসে যোগ দেবেন বলে জানিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে বংশীহারীতে কংগ্রেসের জেলা সভাপতি অঞ্জন চৌধুরী ও ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
সরফরাজের অভিযোগ, যাঁরা দুর্নীতি ও দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত তাঁদেরকেই দেওয়া হয়েছে ভোটের টিকিট। এই ক্ষেত্রে স্থানীয় নেতৃত্বের কোনও কথা শোনা হয়নি বলেও অভিযোগ। তাঁর আরও দাবি, বেছে বেছে টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে মন্ত্রী বিপ্লব মিত্রের ঘনিষ্ঠদের।
তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকারের দাবি, এই দলবদলে কোনও প্রভাব পড়বে না নির্বাচনে। পাশাপাশি, টিকিট নিয়ে যে সব অভিযোগ তোলা হয়েছে, তা অস্বীকার করেছেন তিনি। তৃণমূল নেতা বলেন, “কোনও প্রভাব পড়বে বলে আমি মনে করি না। যাঁরা দলবদল করেছেন, তাঁদের সংখ্যাটা খুব কম।”