BJP: সদস্য সংগ্রহের শেষবেলায় ঝোড়ো ব্যাটিং বিজেপির, ব্যাখ্যা দিলেন নেতারা

BJP: বিজেপি নেতারা বলছেন, কর্মীরা বুঝেছেন ৫০ জনকে প্রাথমিক সদস্য না করতে পারলে সক্রিয় সদস্য হওয়া যাবে না। সক্রিয় সদস্য না হলে পদাধিকারী হওয়া যাবে না। এই বিষয়টি বুঝেছেন অনেক নেতা কর্মীরা। সেই কারণে স্কোর বোর্ডে রান উঠছে।

BJP: সদস্য সংগ্রহের শেষবেলায় ঝোড়ো ব্যাটিং বিজেপির, ব্যাখ্যা দিলেন নেতারা
ফাইল ফোটো
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2024 | 11:54 PM

কলকাতা: কেন্দ্রীয় নেতৃত্বের ভর্ৎসনা। লক্ষ্যে পৌঁছতে দিন বাড়ানো। তারপরও ব্যাটে-বলে হচ্ছিল না। শেষে স্লগ ওভারে চালিয়ে ব্যাট রাজ্য বিজেপির। স্কোর বোর্ডে রান উঠছে হুড়মুড়িয়ে। লক্ষ্য পূরণ না হলেও যত বেশি রান আসে, সেটাই এখন টার্গেট বঙ্গ বিজেপি নেতাদের। আর সেই টার্গেটে একদিনে বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ হল ১ লক্ষ ১৭ হাজার ৫১০। যা রেকর্ড বলেই দাবি গেরুয়া শিবিরের নেতাদের।

রবিবার এই সদস্য সংগ্রহ করল রাজ্য বিজেপি। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই এই সদস্য সংগ্রহ করেছেন বিজেপির বিভিন্ন নেতা কর্মীরা। বিজেপি নেতৃত্বের ব্যাখ্যা, স্লগ ওভারে চালিয়ে খেলছেন দলের নেতা, কর্মীরা। তারই প্রতিফলন ঘটছে সংখ্যায়।

বিজেপি নেতারা বলছেন, কর্মীরা বুঝেছেন ৫০ জনকে প্রাথমিক সদস্য না করতে পারলে সক্রিয় সদস্য হওয়া যাবে না। সক্রিয় সদস্য না হলে পদাধিকারী হওয়া যাবে না। এই বিষয়টি বুঝেছেন অনেক নেতা কর্মীরা। সেই কারণে স্কোর বোর্ডে রান উঠছে।

এই খবরটিও পড়ুন

বিজেপির সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা এক কোটি। সেই লক্ষ্যের কাছাকাছি না পৌঁছনোয় বঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের ভর্ৎসনা শুনতে হয়েছে রাজ্য বিজেপি নেতাদের। সদস্য সংগ্রহ অভিযানের সময়ও বাড়ানো হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ফোন লাইন খোলা থাকবে। ৫ জানুয়ারি প্রথম অ্যাকটিভ সদস্যদের নাম প্রকাশ করা হবে। ১০ জানুয়ারি সক্রিয় সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তার আগে শেষ বেলায় একদিনে বিজেপির সদস্য সংগ্রহ এক লক্ষের বেশি হল। এখনও পর্যন্ত কত সদস্য সংগ্রহ হয়েছে, তা অবশ্য খোলসা করেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে লক্ষ্যের অর্ধেকও যে পৌঁছয়নি, তা স্বীকার করেছেন বিজেপি নেতারা।