কলকাতা: পঞ্চায়েত ভোট পরিচালনায় চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। ভয়ে, আতঙ্কে সিঁটিয়ে ভোটকর্মী। দিকে দিকে ছাপ্পার অভিযোগ। প্রতিবাদ করতে গেলে হুমকির মুখে পড়তে হচ্ছে ভোটকর্মীদের। প্রাণভয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ছেন প্রিসাইডিং অফিসার। এমন বিভিন্ন খণ্ডচিত্র ধরা পড়েছে সারাদিনে। আর এসবের প্রতিবাদেই আগামিকাল কলকাতার রাজপথে নামছে সংগ্রামী যৌথ মঞ্চ। গ্রামে গ্রামে ভোট পরিচালনা করতে গিয়ে, যেভাবে সরকারী কর্মীদের হুমকির অভিযোগ উঠে আসছে, তার প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
শুধু তাই নয়, এই গোটা অব্যবস্থার জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার দিকেই আঙুল তুলছেন যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। নির্বাচন কমিশনের অফিসে আজ বিকেলে একটি ডেপুটেশনও দিতে যাচ্ছেন যৌথ মঞ্চের প্রতিনিধিরা। ভাস্কর ঘোষ ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হবে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার জন্যও প্রস্তুতি নিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভাস্কর ঘোষদের স্পষ্ট কথা, ‘আদালতের রায়কে উপেক্ষা করে ভোটকর্মীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ নির্বাচন কমিশনার।’
সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, আদালত যেমন বলেছিল সমান সমান অনুপাতে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েনের জন্য, সেইভাবে কাজ করেনি রাজ্য নির্বাচন কমিশন। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের থেকেও বেশি সংখ্যায় সরকারি কর্মচারীরা আক্রান্ত হয়েছেন এবারের ভোটে, দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। এই সব ইস্যুগুলিকে হাতিয়ার করেই এবার রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হচ্ছেন ভাস্কর ঘোষরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সবরকম তথ্য সংগ্রহ করতে শুরু করে দিয়েছে যৌথ মঞ্চ। সমস্ত তথ্য একত্রিত করে আগামী সোমবার বা মঙ্গলবার আদালতে মামলা করা হবে বলে হুঁশিয়ারি ভাস্কর ঘোষের।