কলকাতা: পঞ্চায়েত ভোটে দিকে দিকে অশান্তির অভিযোগ। ভোটের সকাল থেকেই রক্তারক্তি। ছাপ্পা, বুথ দখল, হিংসা সব অভিযোগই উঠে আসতে শুরু করেছে। এমন এক পরিস্থিতিতে শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে চিঠি পাঠালেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে আদালত যাতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে, সেই আর্জি জানিয়েছেন তিনি। একইসঙ্গে এই নির্বাচনকে বাতিল ঘোষণা করার জন্যও অনুরোধ করেছেন কৌস্তভ।
চিঠিতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে কৌস্তভ আবেদন জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের বর্তমান পরিস্থিতি সামাল দিতে আদালত যাতে অবিলম্বে হস্তক্ষেপ করে। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র। লিখেছেন, রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের যোজসাজশে পুরো ঘটনা ঘটে চলেছে। সংবাদমাধ্যমগুলিতে সকাল থেকে যে হিংসা ও অশান্তির অভিযোগ উঠে এসেছে, সেই সব বিষয়গুলিও চিঠিতে তুলে ধরেছেন কৌস্তভ। কংগ্রেস নেতার অভিযোগ, হাইকোর্ট যে নির্দেশগুলি দিয়েছিল তা মেনে চলা হচ্ছে না। আর সেই কারণেই নির্বাচন কার্যত প্রহসনে পরিণত হয়েছে।
এইসব তথ্য তুলে ধরে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে কৌস্তভের অনুরোধ, গোটা পরিস্থিতি বিবেচনা করে আদালত যেন একটি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে এবং একটি বিশেষ বেঞ্চ গঠন করে প্রয়োজনীয় নির্দেশ দেয়।
উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই জেলায় জেলায় অশান্তির অভিযোগ উঠেছে। রক্ত ঝরেছে। গতরাত থেকে সেই রক্তারক্তি, খুনোখুনির অভিযোগ আরও বেড়েছে। অসমর্থিত সূত্রে খবর, গতরাত থেকে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। নদিয়ায় প্রাণ গিয়েছে এক সাধারণ ভোটারেরও। শাসক-বিরোধী সব পক্ষেরই রক্ত ঝরেছে। এমন পরিস্থিতিতে কৌস্তভ বাগচির এই চিঠি স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।