কলকাতা: পঞ্চায়েতের নির্বাচনী প্রচারে বেরিয়ে পায়ে, কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে এসেছেন। এসএসকেএম-এ চিকিৎসা হয়েছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসও মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। কমিশন সূত্র মারফত খবর, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাও খোঁজ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা প্রার্থনা করে মেসেজ করেছেন তিনি। উল্লেখ্য, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু মমতা তাতে রাজি ছিলেন না। তাই বাড়িতেই আপাতত চিকিৎসা চলছে তাঁর। গতকালও বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর বাড়িতে গিয়ে শারীরিক অবস্থা খতিয়ে দেখে এসেছেন।
চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে বুধবারও পরামর্শ দিয়েছেন, যাতে তিনি বেশি হাঁটাচলা না করেন। এদিকে সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূল সুপ্রিমোর বেশ কিছু জায়গায় প্রচারে যাওয়ার কথা ছিল। দুর্যোগের মধ্যে পড়ে হেলিকপ্টারে চোট পাওয়ার আগে পর্যন্ত তেমনই ঠিক ছিল। সূত্রের খবর,পূর্বের সূচি অনুযায়ী, ৩০ জুন অর্থাৎ আগামিকাল থেকে ফের জেলা সফর শুরু হওয়ার কথা ছিল তৃণমূল নেত্রীর। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পায়ে চোট পাওয়ার পর, সেই জেলা সফর ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।
উল্লেখ্য, গতকাল যখন চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা খতিয়ে দেখেছিলেন, তখন নবান্নের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল, তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা ভাল। তবে ব্যথা এখনও রয়েছে এবং হাঁটাচলার কারণে সেই ব্যথা কিছুটা বেড়েছে। গতকাল প্রায় দু ঘণ্টা ধরে ফিজিওথেরাপি চলেছিল তাঁর। আরও ফিজিওথেরাপি সেসনের প্রয়োজন রয়েছে বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। সময়মতো সব ওষুধপত্র খাওয়ার জন্য বলেছেন তাঁরা। আপাতত চিকিৎসকদের পরামর্শ মতোই চলছেন তিনি।