Panchayat Elections 2023: সোমে হাইকোর্টে বাহিনী সংক্রান্ত রিপোর্ট দিতে চলেছে কমিশন

Susovan Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Jul 02, 2023 | 11:07 PM

Bengal Panchayat Election: সূত্রের খবর, রাজ্যের সশস্ত্র পুলিশকে কীভাবে কাজে লাগানো হবে, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে বৈঠক হয়েছে। দীর্ঘ সময় ধরে সেই বৈঠক চলেছে।

Panchayat Elections 2023: সোমে হাইকোর্টে বাহিনী সংক্রান্ত রিপোর্ট দিতে চলেছে কমিশন
কমিশনের রিপোর্ট হাইকোর্টে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সোমবার উচ্চ আদালতে পঞ্চায়েত মামলা সংক্রান্ত রিপোর্ট দিতে পারে কমিশন। তার আগে রবিবার রাজ্য নির্বাচন কমিশনে দফায় দফায় বৈঠক। মুখ্যসচিব, ডিজির সঙ্গে বৈঠক হয়েছে স্পর্শকাতর বুথ সংক্রান্ত বিষয়ে। এমনও শোনা গিয়েছে বাহিনীসংক্রান্ত কোনও ঘাটতি হলে রাজ্য পুলিশও তৈরি। নামানো হতে পারে তাদেরও। সোমবার বাহিনী সংক্রান্ত কী কী আপডেট আছে, তার রিপোর্ট হাইকোর্টকে জানাতে পারে রাজ্য নির্বাচন কমিশন। বাহিনী কোথায় কোথায় মোতায়ন হয়েছে, ঘটনাবহুল এলাকাকে স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করা হচ্ছে বলে কমিশন জানাতে পারে।

সূত্রের খবর, রাজ্যের সশস্ত্র পুলিশকে কীভাবে কাজে লাগানো হবে, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে বৈঠক হয়েছে। দীর্ঘ সময় ধরে সেই বৈঠক চলেছে। আইনজীবী সোনাল সিনহা ও সচিব নীলাঞ্জন শান্ডিল্য সেখানে ছিলেন বলে সূত্রের খবর। এমনও শোনা যাচ্ছে, বুথের বাইরে বাহিনী রাখার বিষয় নিয়েও সোমবার আদালতে জানাতে পারে কমিশন।

ইতিমধ্যেই ভোটের দফা বাড়ানোর দাবি তুলেছে আইএসএফ। আদালতেও গিয়েছে তারা। সোমবার দফা নিয়ে শুনানিপর্বে প্রশ্ন উঠলে কী যুক্তি থাকবে কমিশনের, তার জন্যও তারা প্রস্তুত বলেই সূত্রের দাবি। রবিবার বিকেল থেকে এই বৈঠক শুরু হয়। রাত অবধি তা চলে।

Next Article