কলকাতা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব ও ডিজি। সূত্রের খবর, রবিবারের বৈঠকে স্পর্শকাতর বুথ নিয়ে আলোচনা হয়। সূত্রের দাবি, বৈঠকে একাধিক নির্দেশও দেওয়া হয় রাজ্য নির্বাচন কমিশনের তরফে। হাতে আর এক সপ্তাহও নেই। প্রচারও শেষবেলায়। জেলায় জেলায় ঢুকতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। যেটুকু সময় হাতে রয়েছে, রাজনৈতিক দলগুলিও চষে ফেলছে ময়দান। নির্বাচন কমিশনে চলছে জোর প্রস্তুতি। রবিবার রাজ্যের মুখ্যসচিব ও ডিজির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
শনিবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট রাজ্যে। তার আগে শেষ পর্যন্ত স্পর্শকাতর বুথের তালিকা কীভাবে তৈরি হবে তার একটা রূপরেখা এদিনের বৈঠকে তৈরি হয়েছে বলে খবর। প্রত্যেক জেলাশাসককেই এটা তৈরি করতে হবে। তার জন্য আগের ভোটে যেখানে ঝামেলা হয়, তার জেরে পুনর্নিবাচন হয়, সবকিছুই নজরে রাখা হবে। মনোনয়ন থেকে শুরু করে প্রত্যাহার পর্যন্ত একাধিক জায়গায় ঝামেলা হয়েছে। এছাড়াও বহু জায়গায় সমস্যা হতে পারে। প্রতি জেলার জেলাশাসক, বিডিওদের সেই তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
যে সমস্ত বুথে এর আগে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল এবং একই প্রার্থী ৭৫ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন, সেই বুথগুলিকেও চিহ্নিত করতে বলা হয়েছে। ভোটের বিজ্ঞপ্তি জারির পর থেকে যে সমস্ত বুথ থেকে অশান্তির খবর এসেছে, সেগুলিকে স্পর্শকাতর হিসাবে ধরা হবে। গত ভোটে যেখানে আবারও ভোট করাতে হয়েছে, তারও তালিকায় চেয়েছে কমিশন। সব জেলার বিডিওরা তালিকা দেবেন জেলাশাসকদের। কমিশন সূত্রে খবর, দিন তিনেক আগে এই স্পর্শকাতর বুথ সংক্রান্ত চূড়ান্ত তালিকা তৈরি করতে হয়। শেষবেলাতেও যুক্ত হতে পারে কোনও এলাকা।