কলকাতা: হাতে মাত্র ১১ দিন। এখনও কাটল না আধা সেনা জট। এরইমধ্যে চাপের কৌশল। বাহিনী নিয়ে কেন্দ্র-কমিশনের নতুন তরজা। কেন্দ্রের যুক্তি, কোথায় কোন বাহিনী (CRPF, BSF) যাবে তার তালিকা জানাতে হবে কমিশনকে। অন্যদিকে কমিশনের যুক্তি, ইতিমধ্যেই কোন জেলায় কত বাহিনী যাবে তার তালিকা জানানো হয়েছে কেন্দ্রকে। এরই মাঝে অতিরিক্ত বাহিনী চেয়ে চিঠি কমিশনের। সূত্রের দাবি, পাল্টা চিঠি পাঠিয়েছে কেন্দ্রও। ফলে আপাতত কবে এ রাজ্যে ৩১৫ কোম্পানি বাহিনী আসবে তা নিয়ে সংশয় বহাল।
প্রথম থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোয় আপত্তি ছিল রাজ্য নির্বাচন কমিশনের। তবে মনোনয়নপর্বে হিংসার যে ছবি রাজ্যে দেখা যায়, তারপর আদালত নির্দেশ দিয়েছিল বাহিনী দিয়েই ভোট করাতে হবে। আদালতের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিল কমিশন। যদিও তাতে বিশেষ স্বস্তি মেলেনি। দেশের শীর্ষ আদালতও স্পষ্ট জানিয়েছিল, মানতে হবে হাইকোর্টের নির্দেশই।
এরপরই কেন্দ্রের কাছে মাত্র ২২ কোম্পানি বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন। ২২ জেলায় ভোট। ২২ কোম্পানি বাহিনী মানে প্রতি জেলায় ১ কোম্পানি বাহিনী। এক কোম্পানি বাহিনী মানে ৮০-১০০ জন সেনা। এ নিয়ে প্রশ্ন তুলে আদালতে যায় বিরোধীরা। হাইকোর্টের নির্দেশে এরপরই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে এক লাফে আরও ৮০০ কোম্পানি জওয়ান চায় কমিশন।
সেই ঘটনায় নয়া মোড়। স্বরাষ্ট্রমন্ত্রক ৩১৫ কোম্পানি বাহিনী মঞ্জুর করে। কিন্তু তা কোথায় মোতায়েন হবে জানতে চাওয়া হয়। এরপরই পাল্টা চিঠি লেখে কমিশন, জানতে চায় বাকি ৪৮৫ কোম্পানি কবে আসবে? সূত্রের খবর, এবার স্বরাষ্ট্রমন্ত্রক পাল্টা চিঠি দিয়েছে কমিশনকে।