কোচবিহার: কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু থেকে শুরু করে দিনহাটা ১ নং ব্লকের প্রেম কুমার বর্মণের মৃত্যু, উত্তরবঙ্গে দিকে দিকে একাধিক মৃত্যুতে সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফকে (BSF) কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। কখনও সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তো কখনও সুর চড়িয়েছেন দলের সর্ব-ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার কোচবিহারে পঞ্চায়েত ভোটের প্রচারে ফের একবার বিএসএফকে একহাত নিলেন মমতা। নাম না করে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা কোচবিহারের দাপুটে বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেও শানালেন চাঁচাছোলা আক্রমণ।
“সবথেকে বড় দস্যু-ডাকাত বিজেপির মন্ত্রী খুন করে ঘুরে বেড়াচ্ছে। তাঁর বিরুদ্ধে কোনও মামলা হচ্ছে না। পঞ্চায়েতে মানুষ বিএসএফের গুলি খাচ্ছে। কিন্তু, উনি আফ্রিকা ঘুরে বেড়াচ্ছেন।” এদিন কোচবিহারে চান্দামারির সভা থেকে এই ভাষাতেই একযোগে বিএসএফ ও নিশীথকে কটাক্ষ করেন মমতা। এক স্বজনহারা পরিবারের সদস্যদের পাশে নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলে মমতা বলেন, “কোচবিহারে গুলি করা মারাটা যেন একটা অধিকারের মধ্যে পড়ে গিয়েছে।” কড়া নির্দেশ দিলেন পুলিশেও। অভিযোগ পেলেই নিতে হবে ব্যবস্থা। ছাড়া দেওয়া যাবে না কাউকেই। সে যেই হোক।
মমতা বলছেন, “আমার কাছে খবর আছে নির্বাচনের সময় বর্ডারে বর্ডারে গিয়ে আপনাদের তাঁরা ভয় দেখাবে। বলবে তুলে নেব। সিবিআই দেওয়া হবে, ইডি দেওয়া হবে।” কিন্তু, মমতার অভয়বাণী, কেউ ভয় পাবেন না। ওরা কিচ্ছু করতে পারবে না।” আইনত আইন-শৃঙ্খলা রাজ্য সরকারের আওতায়। কেন্দ্রের নাক গলানোর কোনও ব্যাপার নেই। এই কারণ দেখিয়েই মমতা বলছেন, “ভয় দেখালে অভিযোগ জানান। ভয়ে পেয়ে চুপচাপ বসে থাকবেন না। যে শহিদ পরিবার আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কাঁদছে তার বদলা নিতে পঞ্চায়েতে তৃণমূলকে ভোট দিতে হবে।” তবে নিশীথ প্রসঙ্গ উঠতেই পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে পদ্ম শিবিরকে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যাঁকে (শওকত মোল্লা) বোমাবাজ বলেছিলেন তিনিই বিধায়ক। তাঁর কী নিশিথ প্রামাণিক নিয়ে বলার কোনও অধিকার আছে?”