কলকাতা: ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে (West Bengal Panchayat Elections 2023) কেন্দ্রীয় বাহিনী নিয়ে জটিলতা বহাল। ২২ জেলায় ২২ কোম্পানির পর আরও ৮০০ কোম্পানি বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। যার মধ্যে ৩১৫ কোম্পানির অনুমোদন এলেও বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। শুক্রবার এই ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। তিনি বলেন, “বাহিনী নিয়ে কেন্দ্রের উত্তরের অপেক্ষায় আছি।” পাশাপাশি বাহিনী চেয়ে রাজ্যকে চিঠি দেওয়া হবে কি না সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান রাজীব সিনহা (Rajiv Sinha)।
সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্য নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি এসেছে। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী রবিবারের মধ্যেই পুরো কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। তবে সেটা ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আদালত ৮০০ কোম্পানি বাহিনী দিয়ে ভোটের কথা বলেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এক দফা ভোটে এত কোম্পানি বাহিনী দেওয়া কি কোনওভাবে সম্ভব? দেওয়া হলে তা কোথায় মোতায়েন করা হবে, তা নিয়েও প্রশ্ন আছে।
কমিশন নিয়মিতই কেন্দ্রকে চিঠি দিচ্ছে। সোমবার এ সংক্রান্ত মামলার শুনানিও আছে। দফা নিয়ে সন্তুষ্ট না হলে ফের শীর্ষ আদালতে যেতে পারে কমিশন। এক দফায় ৮০০ কোম্পানি বাহিনী দেওয়া না গেলে সেক্ষেত্রে কি রাজ্যেই আস্থা রাখবে কমিশন? রাজ্য পুলিশেই যদি ভোট করাতে হয় সেক্ষেত্রে বিরোধীদের ভূমিকাই বা কী হবে, তা নিয়েও প্রশ্নের অবকাশ থাকবে।