কলকাতা: ভুবনেশ্বর এইমস ইতিমধ্যেই ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সোমবার সমস্ত পরীক্ষানিরীক্ষার রিপোর্ট কলকাতা হাইকোর্টকে দাখিলও করেছে ইডি। এইমসের চিকিৎসকদের মত, পার্থর কিছু শারীরিক সমস্যা থাকলেও, কোনও এমার্জেন্সি কিছু নেই। তাই তাঁকে অনায়াসে স্বাভাবিক জীবনে রাখা যায়। আপাতত পার্থের স্বাভাবিক জীবন মানে, ইডি হেফাজত। সোমবার ইডির বিশেষ আদালত এমন নির্দেশই দিয়েছে। এই নির্দেশ পাওয়ার পর মঙ্গলবার সকালেই পার্থকে ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হয়। সোজা নিয়ে যাওয়া হয় সল্টলেকে সিজিও কমপ্লেক্সে। সূত্রের খবর, আজ মঙ্গলবার পার্থকে দফায় দফায় জেরা করতে চলেছে ইডি। নিয়োগ দুর্নীতির অঙ্কুর ছড়ানো থেকে শিকড়ের বিস্তার, সবটা জানতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থ ও অর্পিতাকে তাঁদের পাঁচ বছরের আয়কর রিটার্নের নথি নিয়েই জেরা করা হবে বলে সূত্রের খবর।
পার্থের জন্য ইডির সম্ভাব্য প্রশ্নের তালিকা-
১. আপনি দু’বারের শিক্ষামন্ত্রী ছিলেন। আপনার সময়ে কত শিক্ষক নিয়োগ হয়েছিল?
২. নিয়োগের আপনার ভূমিকা কী ছিল?
৩. উপদেষ্টা কমিটি কার নির্দেশে কেন তৈরি হয়েছিল? ওই কমিটির ভূমিকা কী ছিল?
৪. কমিটির তরফে কোনও চাকরিপ্রার্থীর নামের তালিকা পাঠানো হয়েছিল?
৫. বিশেষ তালিকা পাঠিয়ে নিয়োগের জন্য আপনাকে কোনও চাপ দেওয়া হয়েছিল?
৬. আপনি শিক্ষামন্ত্রী থাকাকালীন নিয়োগে কোনও দুর্নীতির আঁচ পেয়েছিলেন?
৭. আপনি শিক্ষামন্ত্রী থাকাকালীন দুর্নীতি হয়েছে। আপনি কি কিছুই জানতেন না?
৮. মন্ত্রী বিধায়কদের থেকে কি চাকরিপ্রার্থীর নামের তালিকা পাঠানো হত?
৯. নিয়োগপ্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় তার জন্য কোনও উদ্যোগ নিয়েছিলেন?
১০. আপনার ও আপনার পরিবারের নামে ক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট?
১১. বিদেশে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে?
১২. আপনার নামে ক’টি বাড়ি, ফ্ল্যাট, জমি আছে? কোথায় কোথায় আছে হিসাব দিতে পারবেন?
১৩. শেষ বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনে আপনার জমি বাড়ির যে সম্পত্তির হিসাব দিয়েছিলেন তার সঙ্গে বর্তমানের মিল নেই কেন?
১৪. অর্পিতাকে আপনি কীভাবে চেনেন? কতদিন ধরে চেনেন?
১৫. শিক্ষামন্ত্রী তো আপনি ছিলেন। অর্পিতার বাড়িতে শিক্ষা দফতরের টাকা ভর্তি খাম, সরকারি ডায়েরি কী করে পৌঁছল?
১৬. অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া এত টাকার সঙ্গে আপনার কোনও যোগ আছে?
১৭. আপনার বাড়িতে অর্পিতার কোম্পানির কাগজ, সম্পত্তির কাগজ কেন ছিল?
১৮. আপনার সঙ্গে অর্পিতার জয়েন্ট প্রপার্টি কেন? অর্পিতার কোনও ব্যবসায় বিনিয়োগ করেছিলেন?
১৯. আপনি কি অর্পিতার বাড়িতে নিয়মিত যেতেন?
২০. অর্পিতার বাড়ি থেকে আমরা ২১ কোটি টাকা, সোনা, বিদেশি মুদ্রা পেয়েছি। আপনার কী মনে হয়, অর্পিতা এত টাকা কোথা থেকে পেলেন?