কলকাতা: বাড়িতে মজুত ছিল ২০ কোটির উপরে ক্যাশ, শুধু তাই নয় ৫০ লক্ষ টাকার সোনার গহনা। সঙ্গে ছিল বৈদেশিক মুদ্রা। আর তার যথাযথ হিসেব দিতে না পেরেই শ্রীঘরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এরপর সোমবার তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় কালো ডায়েরি। কারা টাকা দিয়েছেন? কারা টাকা নিয়েছেন? এই ডায়েরিতেই কি রয়েছে কালো টাকার সব হিসেব নিকেশ? পাতায় পাতায় নজর ইডি আধিকারিকদের। ইতিমধ্যেই তাঁকে দশ দিনের হেফাজতে নিয়েছে ইডি। স্পেশ্যাল ইডি আদালত সেই রায় দিয়েছে।
ইডি সূত্রে খবর, নিজেদের হেফাজতে নিয়ে ইডি অফিসাররা অর্পিতা মুখোপাধ্যায়কে তাঁর সম্পত্তির উৎস সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন। সেই প্রশ্নগুলির মধ্যে অর্পিতার পেশা, বার্ষিক আয়, পার্থ চট্টোপধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক, আলাপ-পরিচয় ইত্যাদি সকল বিষয় থাকতে পারে বলে খবর।
অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি-র সম্ভাব্য প্রশ্ন কী হতে পারে তার তালিকা একনজরে
১) আপনার পেশা কী? কী কী ব্যবসা রয়েছে?
২) আপনার বার্ষিক আয় কত?
৩) আপনার ও আপনার পরিবারের নামে কটি ব্যাঙ্ক অ্যাকান্ডট আছে? বিদেশে কোনও অ্যাকান্ট আছে?
৪) কোথায়-কোথায় আপনার বিনিয়োগ কত? বাড়ি, ফ্ল্যাট, গাড়ি কটা?
৫) আপনার নামে ৩টি কোম্পানি রয়েছে। তার নথি আমরা পার্থবাবুর বাড়িতে পেয়েছি। এই কোম্পানি গুলি কী ধরনের কাজ বা ব্যবসার সঙ্গে যুক্ত?
৬) আপনার যা বার্ষিক আয় তার থেকে কয়েকগুণ বেশি টাকা আপনার ঘরে মিলেছে। এত টাকার উৎস কী? কোথা থেকে এত টাকা পেলেন?
৭) আপনার ঘরে ২১ কোটি টাকা দিয়ে কী করছিলেন?
৮) আপনি শিক্ষা দফতরে চাকরি করেন না। তাহলে ওই দফতরের খাম, ডাইরি এল কী করে?
৯) পার্থ চট্টোপাধ্যায়কে কীভাবে চেনেন? কতদিন ধরে চেনেন?
১০) পার্থবাবু আপনার বাড়িতে আসতেন?
১১) পার্থবাবু কি আপনার কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন?
১২) আপনার সঙ্গে পার্থবাবুর জয়েন্ট প্রপার্টি কেন?
১৩) পার্থবাবুর বাড়ি থেকে আমরা আপনার নামের সম্পত্তির কাগজ পেয়েছি। আপনার সম্পত্তির কাগজ পার্থবাবুর বাড়িতে কেন?
১৪) যে ফ্ল্যাটে আপনি ছিলেন সেটি কি আপনার টাকায় কেনা?
১৫) শিক্ষা দফতরের সরকারি কালো ডাইরি, টাকা ভর্তি সরকারি খাম আপনার ফ্ল্যাটে এল কী করে?