পেট্রোল-ডিজেল মিলবে না অগস্ট মাসের এই দিন, ধর্মঘটে যাচ্ছে পাম্প অ্যাসোসিয়েশন

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 14, 2021 | 8:37 PM

একটা গোটা দিন রাজ্যে জ্বালানি কেনা-বেচা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন।

পেট্রোল-ডিজেল মিলবে না অগস্ট মাসের এই দিন, ধর্মঘটে যাচ্ছে পাম্প অ্যাসোসিয়েশন
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: সেঞ্চুরি হয়ে সে কিছুটা থেমেছে। কিন্তু তাকে নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। কথা হচ্ছে পেট্রোপণ্য নিয়ে। লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির মধ্যেই এ বার একটা গোটা দিন রাজ্যে জ্বালানি কেনা-বেচা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন। সূত্রের খবর, আগামী ৩১ অগস্ট গোটা রাজ্যজুড়ে ‘নো-সেল’ প্রতীকী ধর্মঘট পালন করবে পেট্রোল পাম্প সংগঠন। ফলে ওই দিন কোনও তেল পাম্পে জ্বালানি পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে।

মূলত ৩ দফা দাবিতে এই প্রতীকী ধর্মঘট পালন করবে বলে জানিয়েছে পাম্প সংগঠনগুলি। তাদের বক্তব্য, গ্রাহকদের ইথানল মিশ্রিত পেট্রোল দেওয়া হচ্ছে, যেটা সঠিক নয়। এতে গ্রাহকদের মনে হচ্ছে, পেট্রোলে জল মেশানো হয়েছে। দ্বিতীয়ত, পেট্রোল পাম্পগুলিতে ফ্লো মিটারের মাধ্যমে জ্বালানি দিতে হবে। যা বর্তমানে করা হয় না। ফ্লো মিটার লাগানো হলে গাড়ি বা বাইকে জ্বালানি ভরার সময় ঠিক কত পরিমাণ জ্বালানি ভরা হল, তা সেই মিটারেই দেখা যাবে। তৃতীয়ত, কমিশন সংক্রান্ত দীর্ঘদিনের দাবি রয়েছে পাম্প সংগঠনের। সেই দাবিও পূরণ করতে হবে।

এই ৩ দফা দাবিকে সঙ্গী করেই ধর্মঘটের পথে যাচ্ছে পশ্চিমবঙ্গের পেট্রোল পাম্প মালিক সংগঠন। ৩১ অগস্ট রাজ্যজুড়ে এই প্রতীকী ধর্মঘট পালন করা হবে বলে খবর। ফলে সেদিন কোনও পেট্রোল পাম্পে জ্বালানি না মেলার সম্ভবনাই বেশি। প্রসঙ্গত, চলতি মাসেই নানাবিধ কারণে ধর্মঘট ডেকেছিল তেল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন। যার দরুন নাগাড়ে ৩ দিন বেশিরভাগ পাম্পেই জ্বালানির সঙ্কট দেখা দেয়। এ বার এক মাস কাটতে না কাটতেই পুরনায় একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। আরও পড়ুন: ৫ টাকায় ‘লক্ষ্মীর ভান্ডার’-এর ফর্ম বিক্রি! অভিযোগ পেতেই কঠোর সিদ্ধান্ত নবান্নর