AMTA Student Death: লক্ষ্য ন্যায়বিচার! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই তড়িঘড়ি সিট গঠন পুলিশের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 21, 2022 | 8:15 PM

AMTA Student murder : তিন সদস্যের ওই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন জ্ঞানবন্ত সিং। এর পাশাপাশি ডিআইজি (সিআইডি অপারেশন) মিরাজ খালিদ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে।

AMTA Student Death: লক্ষ্য ন্যায়বিচার! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই তড়িঘড়ি সিট গঠন পুলিশের
আনিস খান (নিজস্ব ছবি)

Follow Us

কলকাতা : ছাত্র নেতা আনিস খানের মৃত্যু (Anis Khan Death) ঘিরে কার্যত তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। ঘটনার পর আড়াই দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত পুলিশ কোনও অভিযুক্তকে ধরতে পারেনি। এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনা করে তাতে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। নিরপক্ষে তদন্তের আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই সাংবাদিক বৈঠকে বসেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। বললেন, “মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন এবং তাঁর নির্দেশ মতো আমরা একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠমও করে নিয়েছি।” তিন সদস্যের ওই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন জ্ঞানবন্ত সিং। এর পাশাপাশি ডিআইজি (সিআইডি অপারেশন) মিরাজ খালিদ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে।

প্রাথমিকভাবে এই তিন সদস্যের বিশেষ তদন্তকারী দলের নাম ঘোষণা করলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। এ ছাড়া তিনি এও জানিয়ে দিয়েছেন, এই বিশেষ তদন্তকারী দলের সদস্যরা যদি মনে করেন তদন্তের স্বার্থে আরও কাউকে এই দলে রাখা প্রয়োজন, তাহলে তাঁরা পুলিশ ফোর্সের থেকে তাঁদের পছন্দমতো নাম যোগ করতে পারেন। মুখ্যমন্ত্রী যে কথা নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বলেছিলেন, সেই একই কথা আবারও শোনা গেল ডিজির গলায়। বললেন, আমরা চাই ন্যায়বিচার হোক। মুখ্যমন্ত্রীও সেই নির্দেশই দিয়েছেন। আমাদেরকেও সেই মতোই বলা হয়েছে। আমাদের কী করণীয়, তা আমাদের কাছে পুরো পরিষ্কার। যারা দোষী, তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না। তাদের অবশ্যই ধরতে হবে এবং তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে।

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য আরও জানিয়েছেন, যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, তাঁরা ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন। তাঁরা আজ থেকেই তদন্ত শুরু করে দেবেন। এর পাশাপাশি এলাকাবাসীর কাছে ডিজি আবেদন করেন, তাঁরা যেন পুলিশের সঙ্গে সহযোগিতা করেন। পুলিশের একমাত্র লক্ষ্য যে ন্যায়বিচার পাইয়ে দেওয়া, সেই কথাও বার বার উঠে আসে মনোজ মালব্যের কথায়।

আরও পড়ুন : আনিসের বিরুদ্ধে পকসো! পুরানো ৪ মামলাকেই ঢাল করছে পুলিশ?

Next Article