কলকাতা: নিয়োগ দুর্নীতির মামলায় তেড়েফুঁড়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অফিসে হাজিরা দিয়েছিলেন বিভাস অধিকারী। সূত্রের খবর, এর আগেও একাধিকবার সিবিআই তাঁকে নোটিস পাঠিয়েছিল। কিন্তু তখন হাজিরা দেননি তিনি। শেষে আজ কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নের মুখোমুখি বিভাস। সন্ধেয় কিছুক্ষণের জন্য বেরিয়ে আবার ঢুকলেন নিজাম প্যালেসে। কী কী বিষয়ে প্রশ্ন করা হল আজ তাঁকে? বিভাস জানালেন, আশ্রমের গোড়াপত্তন কীভাবে হল, আশ্রমে কী কী আছে, কলেজগুলি কীভাবে হল, কারা কারা আসতেন সেখানে, এইসব বিষয়ে প্রশ্ন করা হয়েছে। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাঁর কাছে কেউ এসেছিল কি না, তিনি কাউকে চাকরি দিয়েছেন কি না, কোনও লিস্ট দিয়েছেন কি না, সেই সব বিষয়েও প্রশ্ন করা হয়েছে বলে দাবি বিভাসের।
যদিও বিভাসের দাবি, তিনি কাউকে চাকরি দেননি। তবে মানিক ভট্টাচার্য কিংবা তাপস মণ্ডলদের তিনি যে চিনতেন, সেকথাও স্বীকার করেছেন। মানিকবাবুকে চিনতেন কি না প্রশ্ন শুনেই সটান উত্তর, “হ্যাঁ, কেন চিনব না? আমাদের কলেজ আছে। চিনব না? পশ্চিমবঙ্গে কার হিম্মত আছে মানিক ভট্টাচার্যকে না চিনে কলেজ চালাবে?” তবে আজকের পর ফের তাঁকে ডাকা হয়েছে কি না, সেই বিষয়ে প্রশ্ন করা হলে এক এক বার, এক এক রকমের উত্তর আসে। প্রথমে বললেন, আর ডাকেনি। যদিও পরে আবার বললেন, যদি তদন্তের জন্য ডাকে আসব। অতীতে একাধিকবার ডাকা হলেও শারীরিক অসুস্থতার কারণেই আসতে পারেননি বলে দাবি বিভাস অধিকারীর।
তবে তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলেই দাবি বিভাসের। বললেন, “যাঁরা দুর্নীতি করতেন, যাঁরা প্যানেল বানাতেন, তাঁরা ভাল বলতে পারবেন কার থেকে টাকা এসেছে, কার কাছে টাকা গিয়েছে।”