Nabanna Abhiyaan: দাবিতে অনড় থাকলেও রাতে অবস্থান তুলে নিলেন চাকরিহারারা, ফের আন্দোলনের হুঁশিয়ারি
Nabanna Abhiyaan: আজ চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান। হাওড়া স্টেশন থেকে শুরু হল মিছিল। যাচ্ছে রাজ্যে শীর্ষ প্রশাসনিক দফতরের দিকে। যাকে আবার মোড়কের মতো ঘিরে রেখেছে বিরাট পুলিশ বাহিনী।

কলকাতা: এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার নবান্ন অভিযান। প্রথমে চাকরিহারা শিক্ষাকর্মীরা। এবার রাজপথে চাকরিহারা শিক্ষকরা। সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-র আন্দোলনকারীরা। সময় মতো জড়ো হয়েছেন হাওড়া স্টেশনে। তারপর সেখান থেকে শুরু হয় মিছিল।
এই দিকে আবার চাকরিহারাদের মাঝপথেই রুখে দিতে বজ্র আঁটুনি পুলিশের। ঘিরে রাখা হয়েছে নবান্ন সংলগ্ন রাস্তাগুলি। মোতায়েন হয়েছে বাড়তি ফোর্স। লাগানো হয়েছে ‘আকাশছোঁয়া’ গার্ডরেলও।
LIVE NEWS & UPDATES
-
আলোচনা সদর্থক হয়নি, মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে দাবি আন্দোলনকারীদের
‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের নবান্ন অভিযানের মধ্যেই নবান্ন থেকে বার্তা। তারপরই মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করতে যান চাকরিহারাদের প্রতিনিধিরা। বৈঠক শেষে আন্দোলনকারীদের দাবি, বৈঠকে মুখ্যসচিব ছাড়াও শিক্ষাসচিব ছিলেন। কিন্তু, আলোচনা সদর্থক হয়নি বলে তাঁদের দাবি।
-
নবান্নের যাচ্ছেন ২০ জন আন্দোলনকারী, দেখা করবেন মুখ্যসচিব
চাকরিহারা আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্যসচিব। সোমবার নবান্ন অভিযান ঘিরে যখন উত্তাল গোটা শহর, তারই মধ্য়ে নবান্ন থেকে এই বার্তা দেওয়া হয় আন্দোলনকারীদের। ২০ জন প্রতিনিধিকে নবান্নে পাঠানো হবে বলে জানিয়েছেন তাঁরা। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে থেকে ওই প্রতিনিধিদল যাবে নবান্নে।
-
-
পেরনো গেল না গার্ডরেল, মল্লিক ফটকেই অবস্থান চাকরিহারাদের
মল্লিক ফটকই যেন আজকের আন্দোলনের শেষ মাইলস্টোন। পৌঁছনো গেল না নবান্ন পর্যন্ত। চাকরিহারা শিক্ষকদের রুখে দিল পুলিশি গার্ডরেল। বুঝিয়ে দিল শান্তিপূর্ণ আন্দোলনের এটাই ‘লক্ষ্মণরেখা’।
-
ব্যারিকেড ভাঙার হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের
মিছিলের মাঝেই পুলিশি ব্যারিকেড ভাঙার হুঁশিয়ারি দিলেন এক চাকরিহারা শিক্ষক। বললেন, ‘আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম। আমাদের চাকরি নিয়ে কেন টানাটানি হচ্ছে। যারা দুর্নীতি করেছে, রাজ্য তাদের হয়ে আদালতে যাচ্ছে।’
চাকরিহারা
-
বাদানুবাদ, ধস্তাধস্তি, সবশেষে চাকরিহারাকে চড়
সূত্রের খবর, এক চাকরিহারাকে চড় মেরেছেন কর্মরত পুলিশ। ধস্তাধস্তির মাঝেই গায়ে ওঠে হাত। বঙ্গবাসী মোড়েই আন্দোলনের ঝাঁঝ থিতু করতে ‘ঢাল’ হয়েছে কলকাতা পুলিশ।
-
-
শুরু ধরপাকড়, মল্লিক ফটকের কাছে আটকাল চাকরিহারাদের মিছিল
শুরু হয়েছে ধরপাকড়। হাওড়া ময়দান হয়ে মল্লিক ফটকের কাছে ঢুকতেই ঢাল হল পুলিশ। রুখে দিল আন্দোলনকারী ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের। এখনও পর্যন্ত কোনও হাতাহাতি না এলেও, ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির খবর পাওয়া গিয়েছে।
-
ফোরশোর রোডে বসানো ‘আকাশছোঁয়া’ গার্ডরেল
নবান্ন থেকে দু’কিলোমিটার দূরত্ব। ফলত নিরাপত্তা তো থাকবেই। ফোরশোর রোডে আপাতত দাঁড়িয়ে রয়েছে দু’মানুষ-সমান উঁচু গার্ডরেল। যাদের পা-গুলো আবার কনক্রিট দিয়ে রাস্তায় গাঁথা। যাতে কোনও রকম উত্তেজনাতেও সেই গার্ডরেল না সরে যায়।

-
নিরাপত্তায় ‘বজ্র আঁটুনি’ পুলিশের
নিরাপত্তার মোড়কে ঢাকা নবান্ন। রাজ্যের শীর্ষ প্রশাসনিক দফতর সংলগ্ন ফোরশোর রোডে বসানো হয়েছে বিরাট বিরাট গার্ডরেল। এছাড়াও হাওড়া থেকে আসা মিছিলকে সামাল দেওয়ার জন্য মোড়ে মোড়ে মোতায়েন হয়েছে পুলিশ বাহিনী। আকাশে উড়ছে ড্রোন। দাঁড়িয়ে জলকামান।

-
শুরু হয়েছে মিছিল
হাওড়া স্টেশন থেকে বেলা ১টা নাগাদ মিছিল করে বেরলেন ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরা। যাচ্ছেন বঙ্কিম সেতুর দিকে।
Published On - Jul 14,2025 1:24 PM
