কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের জামিনের আর্জি খারিজ। সোমবার এই আর্জি খারিজ করে দিল আদালত। আপাতত এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালতের বিচারক। সেদিন ফের আদালতে পেশ করা হবে তাঁকে।
এদিন সুবীরেশ ভট্টাচার্যকে ভার্চুয়ালি আলিপুর আদালতে হাজির করানো হয়। সিবিআইয়ের আইনজীবীর তরফে আদালতে সওয়াল করা হয়, মার্কশিটে নম্বর বদলের ক্ষেত্রে সুবীরেশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সিবিআইয়ের আইনজীবী বলেন, এই দুর্নীতিতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কার্যত সুবীরেশের নজরদারিতেই গোটা প্রক্রিয়াটি চলেছিল বলে মত সিবিআইয়ের। তাই এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী সুবীরেশের জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘আমরা জেল হেফাজত বাড়ানোর আবেদন করছি। কারণ প্রার্থীদের নম্বর পাল্টানো হয়েছে সুবীরেশের কথায়। জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতে পাঠানো হোক তাঁকে। বিভিন্ন তথ্য যাচাই করা বাকি আছে। এই পর্যায়ে জামিন সম্ভব না।’
পাল্টা সুবীরেশের আইনজীবী তমাল মুখোপাধ্যায় আদালতে বলেন, সুবীরেশের বয়সের দিকে খেয়াল রাখা হোক। আইনজীবী বলেন, ‘আমরা জামিন চাইছি। ওনার বয়স অনেক। শিক্ষাগত যোগ্যতা বিচার করুন। ওনার মেডিক্যাল দিকটাও দেখা হোক। হাই সুগার, প্রেশার আছে।’ একইসঙ্গে তাঁর আইনজীবী বলেন, জেলের খাবার খেতে পারছেন না সুবীরেশ। তাঁকে ডায়েট চার্ট মেনে খাবার দেওয়া হোক। দু’পক্ষের বক্তব্য শোনার পর কেস ডায়েরি খতিয়ে দেখেন বিচারক। এরপরই সিদ্ধান্ত হয় এখনই জামিন নয় এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের।
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একের পর এক শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। ইডির হাতে গ্রেফতার হওয়ার পর সিবিআইয়ের জেরার মুখেও পড়তে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআইয়ের হাতেই গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাক্তন এসএসসি উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব অশোক সাহা। গত ১৯ সেপ্টেম্বর গ্রেফতার হন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। ২০১৪ সাল থেকে ২০১৮-র মাঝামাঝি পর্যন্ত তিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন।