কলকাতা: একমাসের থেকে সামান্য কিছু বাকি। ১৯ ডিসেম্বর রাজ্যে দুই পৌরনিগমে ভোট রয়েছে। কলকাতা ও হাওড়া। আর তার আগে আজ রাজ্যের শীর্ষ আমলা ও পুলিশ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক সেরে নিল রাজ্য নির্বাচন কমিশন। বিশেষ করে রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, কীভাবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে ভোট করানো যায়, তা নিয়েই আলোচনা হয়েছে আজকের বৈঠকে। এছাড়া দুই পৌরনিগমের নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটকর্মী নিয়েও আলোচনা হয়েছে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা, স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম, ডিজি মনোজ মালব্য এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম।
১ নভেম্বর জাতীয় নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, সেই তালিকা ধরেই পৌর ভোট হবে কলকাতা ও হাওড়ায়। কোভিডের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন ও অন্য রাজ্য নির্বাচন কমিশনগুলি যে গাইডলাইন ব্যবহার করেছিল, সে গুলির সংমিশ্রণে পৌরভোটের জন্য কোভিড গাইডলাইন স্থির করছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটার তালিকা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে আগামী মঙ্গলবারের মধ্যে চিঠি দেবে রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার লিস্ট পাঠানোর পরেই রাজ্য নির্বাচন কমিশন তা পৌরভোটের জন্য প্রস্তুত করবে।
এর পাশাপাশি বৈঠকে আলোচনা হয়েছে দুই পৌরনিগমের ভোটে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে পরিকল্পনা দেবে রাজ্য সরকার। সেই পরিকল্পনা তাড়াতাড়ি রাজ্য নির্বাচন কমিশনের হাতে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই পরিকল্পনা আসার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।
সদ্য নির্বাচনী আবহের মধ্যে দিয়ে গিয়েছে রাজ্য। প্রথমে বিধানসভা নির্বাচন ও পরে বেশ কয়েকটি কেন্দ্রের উপ নির্বাচন সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ফের ভোটের দামাম বেজেছে রাজ্যে। রাজনৈতিক দলগুলিও প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এরই মধ্যে তৎপর হল কমিশনও। আগামী শুক্রবারেই বসছে প্রথম বৈঠক। কলকাতা ও হাওড়ার পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলবেন কমিশনের আধিকারিকরা। মূলত ভোটের প্রস্তুতি নিয়েই কথা হবে। উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার, জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বৈঠক।
রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতরে বসছে সেই বৈঠক। নির্বাচনের আগে এই ধরনের বৈঠককে বলা হয় ফার্স্ট লেভেল চেকিং। জানা গিয়েছে, ইভিএমেই হবে ভোট। তার জন্য আধিকারিকদের কী ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, সেই বিষয়েও আলোচনা হবে ওই বৈঠকে। এ ছাড়া ভোট কবে ঘোষণা করা হবে, সেই বিষয়টাও বৈঠকে উঠে আসতে পারে বলে সূত্রের খবর। সম্ভবত চলতি মাসের ২৫ তারিখে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে।
আরও পড়ুন: Mahua Moitra: লক্ষ্য বিধানসভা নির্বাচন, গোয়া জয়ে তৃণমূলের বাজি মহুয়া মৈত্র