কলকাতা: ইতিমধ্যেই বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। দিল্লি মৌসম ভবন সূত্রে খবর, ইয়াস এখন এক জায়গায় দাঁড়িয়ে শক্তি সঞ্চয় করছে। সন্ধ্যার দিকে এগিয়ে আসবে। সোমবার বৃষ্টি (Weather Forecast) শুরু হয়েছে কলকাতায়। এ ছাড়াও দক্ষিণবঙ্গের আরও ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১-২ ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো বাতাস। তবে আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্থানীয় নিম্নচাপ তৈরি হয়েছে। তার ফলেই এই বৃষ্টিপাত। এর ওপর বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব অত্যন্ত কম।
এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় কড়া প্রস্তুতি নিয়েছে কলকাতা পুরসভা। বিধাননগর পৌরনিগমের বাগজোলা খালে লক গেটগুলির মেরামতির কাজ চলছে। আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই নিকাশি ব্যবস্থা ঠিক রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যেই কলকাতা পুরসভা, সিইএসসি ও পূর্ব দফতর বৈঠক করেছে। ভার্চুয়াল ওই বৈঠকে উপস্থিত ছিল কলকাতা পুলিশও। পরিস্থিতি মোকাবিলায় ২০ টি দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের পর বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে ২৫০ কর্মীকে প্রস্তুত রাখছে সিইএসসি।
আমফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় প্রস্তুত হচ্ছে পুরসভা। শহরের বিভিন্ন এলাকায় বিপজ্জনক গাছ কাটার কাজ শুরু হয়েছে। এছাড়াও সরানো হয়েছে হোর্ডিং, পোস্টার ও বিলবোর্ড।