কলকাতা: বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তেতে পুড়ে একসা হতে হবে তিনদিন। শুক্রবার কিছুটা স্বস্তি মিললেও মিলতে পারে। তবে এখনই জোর দিয়ে কিছু বলছে না হাওয়া অফিস। পূর্বাভাস, ২৯ এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদলের ক্ষীণ সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে মে মাসের প্রথম সপ্তাহে। আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, “আগামী ২৮ তারিখ অবধি বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। ২৯ তারিখ থেকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে। তবে বৃষ্টির জোরাল সম্ভাবনার কথা বলতে গেলে সেটা ২ মে থেকে।” আপাতত এই ক’দিন গরমের অস্বস্তি তীব্রই থাকবে। একাধিক জায়গায় তাপপ্রবাহ, লু বইবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অনেকে বলছেন মরুরাজ্য রাজস্থানের সঙ্গে এই মুহূর্তে পাল্লা দিতে পারে বাঁকুড়া, পানাগড়, আসানসোলের তাপমাত্রা। তাপপ্রবাহের দাপট কার্যত কলকাতার দোরগোড়ায়। গরম হাওয়ায় পুড়ছে দমদম, ব্যারাকপুর, উলুবেড়িয়া। এখন এটাই চলবে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে তাপপ্রবাহের কথা বলা যায়। ইতিমধ্যে এই পরিস্থিতির সাক্ষী থেকেছে দমদম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদহ।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা বাদ দিলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী ২-৩ দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহও রয়েছে তালিকায়। কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে না উঠলেও ‘হিট ওয়েভ লাইক’ বা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ ৪০ ডিগ্রি থেকে .২ ডিগ্রি বা .৩ ডিগ্রি কম তাপমাত্রা থাকাটা খুব একটা আলাদা করে গুরুত্বের দাবিদার নয়, বলছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, “এবার বৃষ্টি বা কালবৈশাখী না হওয়ার অন্যতম কারণ এই সময় বঙ্গোপসাগরের উপর একটা বিপরীত ঘূর্ণাবর্ত থাকে। সেটা এখনও আছে। তবে তার অবস্থান অনুকূল নয়। এই মুহূর্তে বিপরীত ঘূর্ণাবর্ত অনেকটা দক্ষিণে আছে, কিছুটা পশ্চিমেও ঘেঁষে। ফলে এই ঘূর্ণাবর্ত থেকে যে বায়ুপ্রবাহ বাংলায় আসছে তা অনেকটা ভূমিভাগ পার করে আসছে। ওড়িশা, ছত্তীসগঢ় হয়ে বাংলায় ঢুকছে। এখানে আসার পর সেই বায়ুপ্রবাহ শুকনো হয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে এই অবস্থান ২৯ এপ্রিলের পর থেকে বদলাবে। এতে আমাদের রাজ্যে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের জোগানও কিছুটা বাড়বে।”
তাই ২৯ তারিখ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার ক্ষেত্রে ২ মে অবধি অপেক্ষা করতেই হবে। সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “ঝড়বৃষ্টির ক্ষেত্রে এত আগে কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়। আগামী দু’ তিনদিন শুকনো আবহাওয়া থাকবে। এরপর ঘোরার সম্ভাবনা রয়েছে।”