কলকাতা: হাঁসফাঁস করা গরম থেকে তো দক্ষিণবঙ্গের মুক্তি নেই-ই। উল্টে জেলায় জেলায় ফিরছে তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা। শনিবার আলিপুর আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে, তাতে আগামী সপ্তাহের শুরুতেই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ আগামী সোম, মঙ্গল ও বুধবার তপ্ত হাওয়ায় ঘেমে নেয়ে একসা হতে হবে তিন জেলার মানুষকে। ইতিমধ্যেই বাঁকুড়ায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছেছে। সেদিন দেশের মধ্যে সব থেকে বেশি গরম ছিল বাঁকুড়ায়। বুধবার বীরভূমেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ৪৩ শ্রীনিকেতনের তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।
উত্তর পশ্চিম ভারত থেকে যে গরম হাওয়া মধ্য ভারত, পূর্ব ভারতে ঢুকছে অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড থেকে লু বাংলার উপর ঢুকে পড়বে। ফলে তাপমাত্রার পারদও চড়তে শুরু করবে। হাওয়া অফিসের আভাস, আগামী সপ্তাহের প্রথম ক’দিন বিরক্তিকর গরম থাকছেই। কোনও রেহাইয়ের সম্ভাবনাই নেই। বৃষ্টি যদি হয় তা কেবলমাত্র উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের জন্য শনিবারের পর থেকে আগামী চার-পাঁচদিন এক ফোঁটা বৃষ্টির সম্ভাবনা নেই। কালবৈশাখী তো দূর অস্ত। বরং গরম বাড়বে পাল্লা দিয়ে।
তবে শনিবার অর্থাৎ আজ কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। এর বাইরে কোনও জেলায় বৃষ্টি হবে না। কলকাতায় তো প্রশ্নই নেই। প্রতি বছর চৈত্র বৈশাখের বিকেল মানে আকাশ কালো মেঘে ঢাকা, উথালপাথাল হাওয়া, কালবৈশাখী, বৃষ্টি। যদিও এবার গত দেড় মাসে কিচ্ছু জোটেনি মহানগরের বরাতে। শুকনো খটখটে বিকেল, গলদঘর্ম দশা। গরম বাতাসের খেলে বেড়ানো। আদৌ এ বৈশাখে কলকাতায় কালবৈশাখীর দেখা মিলবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
আরও পড়ুন: Anubrata Mondal: কথা কমিয়ে দিয়েছেন অনুব্রত, হালকা প্রাতঃরাশ সেরে সকাল থেকে বিছানাতেই শুয়ে…