কলকাতা: আজ, বৃহস্পতিবারও বৃষ্টি হবে রাজ্যের সব জেলাতেই (Rain Forecast)। কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার আলিপুরদুয়ারে। দক্ষিণে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বিহার থেকে ঝাড়খণ্ড, ওড়িশার উপর দিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরেই বৃষ্টি।
কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। শুক্রবার থেকে কমবে বৃষ্টি। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।
উত্তরবঙ্গে আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের জেলায়। আজ অতিভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু-এক হালকা মাঝারি পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: ‘সংসার চলছে না’, সহকর্মীদের সে কথা জানিয়েছিলেন! বাসেই উদ্ধার চালকের দেহ
বৃহস্পতিবার কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০১.৩ মিলিমিটার।