কণ্ঠ থেকে ক্যালেন্ডারে, বাংলা পেল ‘খেলা হবে’ দিবস

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Jul 06, 2021 | 5:18 PM

Khela Hobe: মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,'খেলা হবে' স্লোগানের সামনেই ধরাশায়ী হয়েছে বিজেপি। এরপর রাজ্যে খেলা হবে দিবস পালন করা হবে।

কণ্ঠ থেকে ক্যালেন্ডারে, বাংলা পেল খেলা হবে দিবস
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: ‘খেলা হবে’। একুশের বিধানসভা ভোটের প্রচারে বেরিয়ে বারবার এই শব্দবন্ধ দিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বাংলায় মোদী-শাহের বিজয়রথ আটকে তৃতীয় বারের জন্য ক্ষমতায় তৃণমূল। এবার সেই স্লোগানকেই দিবস হিসাবে পালন করবে রাজ্য। মঙ্গলবার বিধানসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,’খেলা হবে’স্লোগানের সামনেই ধরাশায়ী হয়েছে বিজেপি। এরপর রাজ্যে খেলা হবে দিবস পালন করা হবে। তবে কোন তারিখে এই দিবস পালন হবে, তা এখনও ঠিক হয়নি। তবে এই দিনে ৫০ হাজার ফুটবল দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর গলায় ‘খেলা হবে’ স্লোগান খুবই জনপ্রিয় হয়েছিল একুশের ভোটে। সেই স্লোগানকে সামনে রেখে নতুন প্রকল্প আনার কথাও জানিয়েছে মমতা সরকার। যেখানে ফুটবলকে বাংলার ঘরে-ঘরে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। ভোটের প্রচারে বিভিন্ন সভাতেই মমতার বক্তব্যের শেষে তাঁর হাতে থাকত ফুটবল। সেটাই সামনের কাউকে লুফতে বলে দিতেন তিনি। ভোটের পর ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে খেলা হবে নামে একটি প্রকল্প তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: ‘ল্যাজ ছাড়া হনু ঘুরে বেড়াচ্ছে’, বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে ‘উপহাস’ মমতার 

ঠিক হয়েছে ওই প্রকল্পের মাধ্যমে ক্লাবে ক্লাবে ফুটবল বিতরণ করা হবে। এর ফলে গ্রামগঞ্জে বহু ফুটবলার উপকৃত হবেন বলে মনে করছে সরকার। এ জন্য জেলার যুব আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের এলাকার ক্লাব রয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে। যদিও এখনও পর্যন্ত ঠিক হয়নি কতকগুলো ক্লাবকে কীভাবে ফুটবল বণ্টন করা হবে। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ‘খেলা হবে’ দিবস ঘোষণায় প্রশ্ন উঠছে সমনামের প্রকল্পের সূচনাতেই এই দিবস পালিত হবে? তা অবশ্য এখনও জানা যায়নি।

Next Article