কলকাতা: “ডিসেম্বর মাসে এই সরকার কার্যত আর থাকবে না। ২০২৪ সালে বিধানসভা ও লোকসভার নির্বাচন একসঙ্গে হবে। দেখতে থাকুন।” এ কথা বলে বিতর্ক বাড়িয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিকে বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট (Panchayat Election)। তার আগে শুভেন্দুর এই ‘ডেডলাইন’ নিয়ে বিস্তর চাপানউতর চলছে বঙ্গ রাজনীতিতে। কিন্তু এ নিয়ে কী ভাবছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)? সত্য়িই কি তাহলে ডিসেম্বরেই পড়ে যাবে তৃণমূল সরকার?
এ প্রসঙ্গে টিভি-৯ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, “অনেকে বলেছেন এটা। রাস্তাঘাটে লোকজন জিজ্ঞাস করেছেন। কী হবে এখনই বলতে পারছি না। তবে ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে আমার তো মনে হয় ডিসেম্বরের আগেও কিছু হতে পারে।” এখানেই না থেমে দিলীপ আরও বলেন, “অপেক্ষা করা যাক। কী হয় দেখি। আমরাও দেখছি এই সরকার কতদিন টিকবে। আর কত দুর্নীতি চেপে রাখবে দেখা যাক। তবে সত্যের কল বাতাসে নড়ে। আমার মনে হয় বেশিদিন এই সরকার টিকবে না। অনেক কিছু হতে পারে। আর্থিক জরুরি অবস্থা তো শুরু হয়ে গিয়েছে। আর্থিক সঙ্কটে পড়তে পারে। দুর্নীতির জন্য আরও নেতা গ্রেফতার হতে পারে। নিজের সরকারের মধ্যে বিদ্রোহ হতে পারে।”
তবে এই প্রথম নয়। কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাঁতনে এক জনসভায় দিলীপের গলায় শোনা গিয়েছিল একই সুর। সে সময় তিনি বলেন, “সরকারের কোনও ভরসা নেই। সে পদ্ম পাতায় জলের মতো। এই আছে এই নেই। আমরা মধ্যপ্রদেশে হেরে গিয়েছিলাম। কিন্তু, ৬ মাস পরে সরকার আমাদের হয়ে গেল। কর্নাটকে হেরে গিয়েছিলাম, সরকার আমাদের। মহারাষ্ট্রে হেরে গিয়েছিলাম। কিন্তু এখন সরকার আমাদের। তোমাদের তো দেড় বছর হয়ে গিয়েছে। অনেক করেছ। যাও এবার বাড়ি যাও। ঘুম পেয়েছে বাড়ি যাও। আমার মনে হয় নির্বাচন করতে হবে না, সরকার এমনিই হয়ে যাবে।” যা নিয়েও বিস্তর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে।