Firhad Hakim: এখন কী হচ্ছে ববি হাকিমের বাড়িতে?

Firhad Hakim: এ দিকে, আজ আবার নিজের পুজো নিয়ে চেতলা অগ্রণী ক্লাবের সদস্যের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল মন্ত্রীর। এ ক্ষেত্রে তা কতদূর এগোবে তা সময় বলবে। মন্ত্রীর বাড়ির তল্লাশির খবর পেতেই সকালে জমায়েত করেন তাঁর অনুগামী থেকে পাড়া-প্রতিবেশীরা।

Firhad Hakim: এখন কী হচ্ছে ববি হাকিমের বাড়িতে?
ফিরহাদ হাকিম,পুরমন্ত্রীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 12:32 PM

কলকাতা: রবিবার সকাল-সকাল রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ি হানা দেন সিবিআই আধিকারিকরা। একযোগে তল্লাশি চালানো হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও। এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা ফিরহাদ হাকিমের বাড়িতে প্রবেশ করেন। প্রথমে পরিবারের সদস্য থেকে শুরু করে নিরাপত্তারক্ষী কাউকেই ঢুকতে দেননি গোয়েন্দারা। ভিতরে প্রথমে প্রবেশ করতে পারেননি ববির কন্যাও। পরে যদিও, যাওয়ার অনুমতি পান তিনি।

সূত্রের খবর, এ দিন গোয়েন্দা আধিকারিকরা মন্ত্রীর ফোন নিয়ে নেন। সেই খান থেকে যাবতীয় তথ্য ঘেটে দেখেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, সিবিআইয়ের দু’জন তদন্তকারী আধিকারিক পৌর মন্ত্রীর সঙ্গে নিয়োগ নিয়ে কথা বলছেন। বাকি তিনজন মন্ত্রী দেওয়া একাধিক ফাইলপত্র খতিয়ে দেখছেন। যে ঘরে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার পাশের ঘরে ফাইলপত্র খতিয়ে দেখা হচ্ছে।

এ দিকে, আজ আবার নিজের পুজো নিয়ে চেতলা অগ্রণী ক্লাবের সদস্যের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল মন্ত্রীর। এ ক্ষেত্রে তা কতদূর এগোবে তা সময় বলবে। মন্ত্রীর বাড়ির তল্লাশির খবর পেতেই সকালে জমায়েত করেন তাঁর অনুগামী থেকে পাড়া-প্রতিবেশীরা।

কেউ উত্তেজিত এক কর্মী বলেন, “জয় শাহর বাড়িতে যে আগে তল্লাশি চালানো হয়। ওরা বাংলায় কিছু করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা। ওরা কিছুই করতে পারবে না।” আরও এক এলাকাবাসী বলেন, “দাদাকে ভালবেসে এসেছি। আমরা কোনও পার্টির কর্মী নই।” তবে শেষ পাওয়া খবর অনুযায়ী,