Semiconductor plant in West Bengal: সর্বপ্রথম বাংলাতেই! সেমিকন্ডাক্টর প্ল্যান্টে কত কর্মসংস্থান? টাটার ন্যানোর চেয়েও বড় প্রোজেক্ট? কৃতিত্ব কার?
Semiconductor plant in West Bengal: ২০২২ সালে সেমিকন্ডাক্টর মিশন চালু করে কেন্দ্র। সেমিকন্ডাক্টর শিল্পের গ্লোবাল হাব হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারত। এই পরিস্থিতিতে দেশে প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট হবে বাংলায়। এই প্রথম হওয়ার কৃতিত্ব নিয়েই রাজনৈতিক টানাপোড়েন। পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...
কলকাতা: দেশের মধ্যে বাংলাতেই প্রথম। আর এই প্রথম হতে চলার কৃতিত্ব কার? শুরু হয়েছে তরজা। একইসঙ্গে বাড়ছে কর্মসংস্থানের আশাও। ভারতে প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট হবে বাংলায়। আমেরিকা সফরে জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের পর এই ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। বাংলায় শিল্প নেই বলে বারবার শাসকদলকে নিশানা করে বিরোধীরা। সেখানে এই ঘোষণায় বাংলায় শিল্পের অগ্রগতির নতুন দিক কি উন্মোচিত হল? কী এই সেমিকন্ডাক্টর? কতটা কর্মসংস্থানের আশা এই প্ল্যান্টকে ঘিরে? কয়েকদিন আগে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। তার পরই প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ঘোষণা করা হয়, কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট গড়ার বিষয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার।...
