Weather Update: কালীপুজোর আগে বাংলায় কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস? কী বলছে হাওয়া অফিস?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 13, 2022 | 10:22 PM

Weather Update: এদিকে এই মুহূর্তে বর্ষা বিদায় নিয়েছে উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু অংশ থেকে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে মধ্য ভারত এবং পূর্ব ভারতের বেশ কিছু অংশ থেকেও বিদায় নেবে বর্ষা।

Weather Update: কালীপুজোর আগে বাংলায় কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস? কী বলছে হাওয়া অফিস?
আবহাওয়ার পূর্বাভাস

Follow Us

কলকাতা: পুজোর সময় থেকেই উত্তরবঙ্গের (North Bengal) প্রায় সব জেলায় চলছে বৃষ্টির (Rain) দাপট। নবমীর পর থেকে আরও বাড়তে থাকে বৃষ্টিপাতের পরিমাণ। তবে পুজোয় ভিজেছে দক্ষিণবঙ্গও (South Bengal)। এমতাবস্থায় কালীপুজোয় বঙ্গের কোথায় বৃষ্টির পূর্বাভাস থাকছে তা জানতে উদগ্রীব আম-জনতা। এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু-তিন দিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে বর্তমানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে বাংলার বুকে। বৃষ্টির উপযোগী জলীয় বাষ্প নিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে ভালই বইছে হাওয়া। আর সে কারণেই আগামী কয়েকদিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। 

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেশিরভাগ জেলাতেই দেখা যাবে আংশিক মেঘলা আকাশ। এর বাইরে আবহওয়ার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন দেখতে পাওয়া যাবে না। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির যে দাপট চলছিল তা বৃহস্পতিবার রাত থেকেই ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে বিশেষ বৃৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 

এদিকে এই মুহূর্তে বর্ষা বিদায় নিয়েছে উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু অংশ থেকে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে মধ্য ভারত এবং পূর্ব ভারতের বেশ কিছু অংশ থেকেও বিদায় নেবে বর্ষা। তবে বৃষ্টির হাত থেকে এখনই পুরোপুরি রক্ষা পাবে না বাংলা। তবে বৃষ্টির হাত থেকে সাময়িক রেহাইয়ের খবরে স্বভাবতই খুশি উত্তরবঙ্গের মানুষ। এদিকে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারা নিম্নমুখী থাকবে বলেই জানা যাচ্ছে। 

 

Next Article