কলকাতা: শিল্পই এখন ‘নেক্সট টার্গেট’। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে দাঁড়িয়ে বললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারিগর প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরি দিচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এই উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্যোক্তা রাজ্যের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ বিভাগ। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সিংহভাগই জুড়ে ছিল শিল্প ও কর্মসংস্থান। চাকরির নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি আগামী দিনে বাংলার শিল্পবান্ধব পরিস্থিতি, শিল্পসংস্থাগুলি প্রসঙ্গে বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন জানান, ৫৪০ টি ক্লাস্টার তৈরি হয়েছে। এমএসএমই সেক্টরে ১ কোটি ৩৬ লক্ষ লোক কাজ করে। ইন্ডাস্ট্রিয়াল পার্ক ২০০টারও বেশি তৈরি হচ্ছে। সেখানেও কর্ম সংস্থান হবে। আইটি সেক্টরেও ২৫০০ কোম্পানি কাজ করছে। ২ লক্ষেরও বেশি প্রফেশন্যাল কাজ করছেন।
মমতা বলেন, “সিলিকন ভ্যালি করছি, তাতেও আগামী দিন লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে। কারিগরী শিক্ষা তো মডেল। বড় ইন্ডাস্ট্রি হচ্ছে। দেউচা পাঁচামি হচ্ছে। আমরা চাকরি দিচ্ছি, ঘরবাড়ি করে দিচ্ছি, জায়গা দিচ্ছি। ওটা হলে ১ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, মালদার ছেলেমেয়েরা সুযোগ পাবে।”
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, ডানকুনি থেকে অমৃতসর করিডর, ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে। পুরুলিয়া রঘুনাথপুরের ৭২ হাজার কোটি টাকার প্রজেক্ট হচ্ছে। ২৫০০ একর জমি দেওয়া হয়েছে। সেখানেও লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, “আমার নেক্সক্ট টার্গেট শিল্প। শিল্পটাকে ৩৪ বছর ধরে তছনছ করে দেওয়া হয়েছিল। আজকে নতুন করে শিল্পে জাগরণ হোক। শিল্পে জাগরণ না হলে ছেলেমেয়েরা মাথা তুলে দাঁড়াতে পারবে না।”
শিল্প সংস্থাগুলির কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, “বাংলা সব সময়ই শিল্পবান্ধব। আমরা একটি হোয়াটসঅ্যাপ নম্বর খুলেছি। সেটি ২৪X৭ খোলা থাকবে। সেখানে আপনারা প্রস্তাব পাঠাতে পারেন। আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে তা নিয়ে আলোচনা করতে পারি।”
বাংলার ছেলেমেয়েদের যে বাইরে থেকেও চাকরির ডাক আসছে, তা তিনি এদিন জানান। তবে তাঁদেরকে মুখ্যমন্ত্রীর পরামর্শ, “আমাদের ছেলেমেয়েরা এখান থেকে ট্রেনিং নিচ্ছে, বাইরে থেকে ডাক আসছে। তবে এখানেই থাকবেন, বাইরে চলে যাবেন না। এখানে পরিবারের সঙ্গে মিলেমিশে থাকবেন।”