হোম আইসোলেশনে নিজের হাতের কাছে কোন কোন ওষুধ ও সরঞ্জাম রাখবেন?

সুমন মহাপাত্র |

Apr 18, 2021 | 6:52 PM

যদি আপনি বা আপনার পরিবারের কেউ করোনা আক্রান্ত হন, তাহলে হাতের কাছে কী কী সরঞ্জাম রাখবেন? কোন কোন দিকটাই বা মেনে চলবেন?

হোম আইসোলেশনে নিজের হাতের কাছে কোন কোন ওষুধ ও সরঞ্জাম রাখবেন?
ছবি -পিটিআই

Follow Us

কলকাতা: বেলাগাম করোনা (COVID)। রোজই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে মারণ ভাইরাস। যদি আপনি বা আপনার পরিবারের কেউ করোনা আক্রান্ত হন, তাহলে হাতের কাছে কী কী সরঞ্জাম রাখবেন? কোন কোন দিকটাই বা মেনে চলবেন?

হাতের কাছে সরঞ্জাম:

১. দেহের তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার।
২. ব্লাড প্রেসার পরিমাপ করার যন্ত্র।
৩. এসপিও২ মাপার জন্য পালস অক্সিমিটার।

কোন কোন ওষুধ আপনার প্রয়োজন হবে?

স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ১২ গ্রাম করে IVERMECTIN ৫ দিনের জন্য খেতে হবে। DOXYCYCLINE ১২ গ্রাম করে ৭ দিনের জন্য, জ্বরের জন্য PARACETAMOL, ৫০ গ্রাম করে ZINC। তবে অবশ্যই সবটা চিকিৎসকের পরামর্শ মেনে।

কী কী সমস্যা বিপদের সঙ্কেত?

১. Spo2 যদি ৯৫ শতাংশের কম হয়।
২. শ্বাসকষ্ট শুরু হলে।
৩. ৭ দিনের বেশি লাগাতার জ্বর থাকলে।
৪. বুকে ব্য়থা হলে।
৫. CRP বেশি হলে।
৬. D-Dimer বেশি হলে।

উপরোক্ত কোনও সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

পরিবারের বাকিদের কী করণীয়?

১. বাড়িতে সব সময় মাস্ক পরে থাকতে হবে।
২. উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করাতে হবে।
৩.রোগীর সংস্পর্শে এলেই ৫-১০ দিনের মধ্যে করোনা পরীক্ষা।

আরও পড়ুন: করোনা আক্রান্ত হলেই কি আপনি হোম আইসোলেশনে থাকতে পারবেন? জেনে নিন শর্ত…

Next Article