করোনা আক্রান্ত হলেই কি আপনি হোম আইসোলেশনে থাকতে পারবেন? জেনে নিন শর্ত…

সুমন মহাপাত্র |

Apr 18, 2021 | 6:31 PM

রাজ্যের স্বাস্থ্য দফতর করোনা সংক্রান্ত নির্দেশিকা দিয়েছে। এক নজরে দেখে নিন হোম আইসোলেশনের শর্ত...

করোনা আক্রান্ত হলেই কি আপনি হোম আইসোলেশনে থাকতে পারবেন? জেনে নিন শর্ত...
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: রাজ্যে বেলাগাম করোনা (COVID)। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। যদি আপনার শরীরে মারণ ভাইরাস বাসা বাঁধে, তাহলে কখন আপনি হোম আইসোলেশনে থাকতে পারবেন? রাজ্যের স্বাস্থ্য দফতর এই সংক্রান্ত নির্দেশিকা দিয়েছে। এক নজরে দেখে নিন হোম আইসোলেশনের শর্ত…

১. আপনি যদি উপসর্গহীন বা মাঝারি উপসর্গ থাকে এবং আপনার চিকিৎসক যদি হোম আইসোলেশনের পরামর্শ দেন

২. ৫০ বছরের কম বয়স ও কো-মর্বিডিটি না থাকলে তবেই হোম আইসোলেশন।

৩.যাঁদের বাড়িতে একেবারে হোম আইসেলেশনে থাকা সম্ভব অর্থাৎ একেবারে পৃথক ঘর। খুব ভাল হয় যদি পৃথক শৌচালয় থাকে।

৪.এমন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে যাঁর কাছ থেকে ২৪ ঘণ্টা ফোনে পরামর্শ পাওয়া যাবে।

৫.শারীরিক যত্ন নেওয়ার জন্য বাড়িতে একজনকে উপস্থিত থাকতে হবে।

পরিবারের বাকিদের কী করণীয়?

১. বাড়িতে সব সময় মাস্ক পরে থাকতে হবে।

২. উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করাতে হবে।

৩.রোগীর সংস্পর্শে এলেই ৫-১০ দিনের মধ্যে করোনা পরীক্ষা।

কখন হোম আইসোলেশন থেকে বেরবেন?

উপসর্গ দেখা দেওয়ার ১৭ দিন পর আপনার আইসোলেশন পর্ব শেষ হবে।

আরও পড়ুন: বাড়িতে করোনা আক্রান্ত রোগী, কোন হাসপাতালে বেড আছে, জানবেন কীভাবে?

Next Article