RG Kar Hospital: পুজোয় যদি দেখা যায় আরজি করের প্রতিবাদের ছায়া? বড় সিদ্ধান্তের কথা জানাল কলকাতা পুলিশ

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Sep 25, 2024 | 10:49 PM

RG Kar Hospital: চলতি বছরে ভাঙরের প্রায় ৮৫টি নতুন পুজো কলকাতা পুলিশের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। যে কারণে প্রায় ৪ হাজার ছুঁইছুঁই কলকাতা পুজোর সংখ্যা। এদিন বৈঠকে যান নিয়ন্ত্রণ থেকে নিরাপত্তা এবং আনুষাঙ্গিক বিষয়গুলিকে বৈঠকে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেন পুজো উদ্যোক্তারা।

RG Kar Hospital: পুজোয় যদি দেখা যায় আরজি করের প্রতিবাদের ছায়া? বড় সিদ্ধান্তের কথা জানাল কলকাতা পুলিশ
কী বলছে পুলিশ?
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: পুজোর ভিড়ে প্ররোচনামূলক কাজ-করবার করতে পারে। কলকাতা পুলিশের কমিশনার এবং অন্যান্য কর্তাদের সামনেই আশঙ্কার কথা বললেন পুজো উদ্যোক্তারা। আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে কলকাতার সবক’টি পুজো কমিটির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা এবং অন্যান্য পুলিশ কর্তারা। সেই বৈঠকে পুজোর সময় নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ থাকে এবং কোন বিশৃঙ্খলা না ঘটে, সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে নিজেদের বক্তব্য রাখেন করেন পুজো উদ্যোক্তারা। 

এদিনের বৈঠকে সরাসরি আরজিকর ইস্যু বা WE WANT JUSTICE বিষয়টি উত্থাপন না করা হলেও তার সঙ্গে সম্পর্কজড়িত কিছু না কিছু হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে পুজো কমিটির তরফে। যদিও পুলিশ কমিশনার মনোজ ভার্মার তরফে উদ্যোক্তাদের আশ্বস্ত করা হয়েছে। পুলিশ যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করবে বলেও আশ্বাস্ত করা হয়েছে। সবদিক থেকে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। 

চলতি বছরে ভাঙরের প্রায় ৮৫টি নতুন পুজো কলকাতা পুলিশের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। যে কারণে প্রায় ৪ হাজার ছুঁইছুঁই কলকাতা পুজোর সংখ্যা। এদিন বৈঠকে যান নিয়ন্ত্রণ থেকে নিরাপত্তা এবং আনুষাঙ্গিক বিষয়গুলিকে বৈঠকে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেন পুজো উদ্যোক্তারা। দুর্গাপুজো যাতে উৎসব আকারে কলকাতাবাসীর কাছে তুলে ধরা যায়, যাতে উৎসবে সকলে সমানভাবে মেতে উঠতে পারেন তার জন্য উদ্যোক্তাদের তরফে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। যেহেতু আরজিকর ইস্যু এখন শহরকে তপ্ত করে রেখেছে, সে কারণে কিছুটা হলেও পুজো কমিটিগুলি পুজোর দিনগুলিতে অপ্রীতিকর ঘটনা নিয়ে চিন্তিত। সেই জায়গা থেকেই এদিন পুজো কমিটিগুলি পুলিশের সঙ্গে যাবতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন বলে জানা যাচ্ছে। 

বৈঠকের পর পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা। আমাদের সবরকম প্রস্তুতি রাখা হচ্ছে। আমরা আশাবাদী, অন্যান্য বারের মতোই পুজো শান্তিপূর্ণ হবে। ভালভাবে হবে। আর যারা যারা এসেছিল তারা সব ধরনের বিষয় তুলেছেন। আমরা সেগুলি পয়েন্ট আউট করেছি। সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুজো একটা বড় উৎসব। সবাই আনন্দ করুন। পুলিশ প্রস্তুত থাকবে সব ধরনের সমস্যা সামলাতে। বিভিন্ন যে ইনপুট রয়েছে, সেইসব নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা সব কিছু ভেবেই নিজেদের মধ্যে প্রস্তুতি নিয়েছি।” 

Next Article