Winter Weather Update: নিম্নচাপের ‘প্রভাবে’ শীতে বাধা? ফের চড়বে তাপমাত্রা?

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Nov 23, 2024 | 6:13 PM

Winter Weather Update: ইতিমধ্যেই আবার বঙ্গোপসাগরে ঘোঁট পাকাচ্ছে নিম্নচাপ। এদিনই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বলে জানা যাচ্ছে।

Winter Weather Update: নিম্নচাপের ‘প্রভাবে’ শীতে বাধা? ফের চড়বে তাপমাত্রা?
আবহাওয়ার আপডেট
Image Credit source: Photo Credit: Sudipta Das/NurPhoto via Getty Images

Follow Us

কলকাতা: যেমন চলছে তেমনই চলবে। আগামী কয়েকদিন বাংলায় তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। এমনটাই বলছে হাওয়া অফিসের কর্তারা। আকাশে মেঘের দেখা সেই অর্থে নেই। বৃষ্টিও হবে না। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। কলকাতা-সহ আশপাশের এলাকায় সকালের দিকে হালকা কুয়াশা দেখা গেলে দিনের বাদ বাকি সময় পরিষ্কারই থাকবে আকাশ। 

যদিও ইতিমধ্যেই আবার বঙ্গোপসাগরে ঘোঁট পাকাচ্ছে নিম্নচাপ। এদিনই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা। সোমবার শক্তি আরও বেশ কিছুটা বেড়ে যেতে পারে। এগিয়ে যেতে পারে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে। সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়ছে না। 

সব জেলাতেই আগামী কয়েকদিনে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বললেন চলে। রবিবার সকালের দিকে ভাল কুয়াশা থাকতে পারে পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও মোটের উপর শুষ্ক থাকবে। সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা কুয়াশার দেখা মিলতে পারে। তবে ঘন কুয়াশার জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। 

Next Article