কলকাতা: ৬ তারিখের দিকে তাকিয়ে রাজ্যবাসী। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হেফাজত থেকে ঘোষণা করেছেন, সেদিন তিনি মুক্ত হবেন। নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। এবং আরও অনেক কিছুই হওয়ার সম্ভাবনার ইঙ্গিতও দিয়ে রেখেছেন। বালুর মতো হেভিওয়েট মন্ত্রীর এমন মন্তব্যকে দলও যে খুব হালকাভাবে নিচ্ছে তেমনটা নয়। যদিও বালুর বিষয়ে কথা বলার ক্ষেত্রে যথেষ্ট সাবধানী তৃণমূলের নেতারা। তবে দল যে ৬ তারিখের দিকে নজর রাখছে, শনিবার তা স্পষ্ট করে দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বালু ৬ তারিখ কী বলে নিজেকে নির্দোষ প্রমাণ করেন সেদিকে নজর দলের। তবে সুব্রত বক্সী বলেন, বালুকে যে কারণে গ্রেফতার করা হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু এজেন্সি তো চার্জশিট দিচ্ছে না।
এদিন ভবানীপুরে দলীয় কার্যালয়ে বসে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন ‘আমি ৬ তারিখে প্রমাণ করে দেব’। তিনি বলছেন, তিনি যে নির্দোষ ৬ তারিখ তা প্রমাণ হয়ে যাবে। আমরাও ৬ তারিখের অপেক্ষায় আছি। নিশ্চিতভাবে তিনি সেই জায়গায় পৌঁছেছেন বা পৌঁছবেন বলেই বলেছেন। নিশ্চয়ই তার সত্যতা বা যৌক্তিকতা আছে।”
রেশন দুর্নীতি মামলায় গত ২৭ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ৬ তারিখ তাঁকে আদালতে তোলা হবে। গত ৩ নভেম্বর তাঁকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে জ্যোতিপ্রিয় সংবাদমাধ্যমকে জানান, তিনি বিজেপির ষড়যন্ত্রের শিকার। একইসঙ্গে ‘মমতাদি সব জানে, মমতাদি পুরো ব্যাপারটাই জানে’ বলে দাবি করে সেদিন মন্ত্রী বলেছিলেন, “জেনে রেখে দিন আমি মুক্ত হয়ে গিয়েছি। চারদিন বাদেই…।” সেখানেই বলেন, ৬ তারিখে নিজেকে নির্দোষ প্রমাণের কথাও। কোনও মন্ত্রে বালু নিজেকে নির্দোষ প্রমাণ করবেন, মুক্তই বা হবেন, এখন সেদিকেই কান খাড়া দলেরও।