কলকাতা: বিধানসভার সচিবালয় দুই নব নির্বাচিত বিধায়কের শপথ নিয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছিল। বেশ কয়েকদিন পর বৃহস্পতিবার রাজভবন থেকে একটি চিঠি এল বটে। তবে সেই চিঠি কিছুটা ‘বিচিত্র’ বলেই সূত্রের খবর। সচিবের কাছে পাঠানো চিঠিতে শপথ কবে, কীভাবে তা হবে, তা নিয়ে কোনও কিছু উল্লেখ করেনি রাজভবন। সূত্রের খবর, বদলে এমন কিছু প্রশ্ন সেখানে রয়েছে তা দেখে কিছুটা অবাকই সচিবালয়।
বরাহনগর ও ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচন হয়েছে লোকসভা ভোটের সঙ্গেই। দুই কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল। বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলায় জয়ী রেয়াত হোসেন। তাঁদের শপথ নিয়েই এই ঘটনা।
সূত্রের খবর, রাজভবন থেকে বিধানসভায় যে চিঠি এসেছে, সেখানে জানতে চাওয়া হয়েছে প্রবীণ মহিলা বিধায়ক কে আছেন? (অর্থাৎ সব থেকে পুরনো)। তফসিলি জাতিভূক্ত (এসসি) প্রবীণ বিধায়ক (যিনি সবথেকে পুরনো) কে আছেন? তফসিলি জনজাতি (এসটি) প্রবীণ বিধায়ক (সব চেয়ে পুরনো) কে আছেন? আর নবীন বিধায়কই বা কে আছেন? এই চিঠির সঙ্গে শপথের কী সম্পর্ক রয়েছে, কিছুই বুঝতে পারছে না বিধানসভা কর্তৃপক্ষ। বিষয়টি একবারেই ইতিবাচক নয় বলেই মত বিধানসভা কতৃপক্ষের।
প্রসঙ্গত, সায়ন্তিকা ও রেয়াতের শপথগ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম থেকেই চর্চা চলছে। নতুন বিধায়কদের শপথের জন্য রাজভবনের কাছে চিঠি পাঠাতে হয়। বরাবর সে চিঠি যায় রাজ্যের পরিষদীয় দফতরের তরফে। সূত্রের দাবি, সেই চিঠি এবার বিধানসভার সচিবালয়ের তরফে গিয়েছে। প্রশাসনিক মহলের অনেকেরই মত, রাজভবন যদি এই চিঠিকে খুব একটা আমল না দেয়, তাতে কিছু বলার থাকবে না। কারণ, পরিষদীয় দফতর থেকে চিঠিটি যায়নি। তবে বৃহস্পতিবার যে চিঠির খবর সামনে এসেছে, তা নিয়ে আলোচনা চলছে।