কলকাতা: শুক্রবার তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকার বেশি। এরপরই শনিবার অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে এমফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও (Partha Chatterjee)। ইতিমধ্য়েই তাঁর ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। তবে শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তাঁকে এসএসকেএমে (SSKM) ভর্তিতে ছাড়পত্র দিয়েছে আদালত।
তবে গ্রেফতারির পর অর্পিতার মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর আইনজীবী ও ইডি সূত্রে খবর, তবে আজ আর তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে না বলে জানা যাচ্ছে। বদলে তাঁকে নিয়ে যাওয়া হবে সিজিও কমপ্লেক্সে ইডির সদর দফতরে। সেখানে আজ নতুন করে আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি আদালতে তোলার পরেই ফের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
সূত্রের খবর, জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা হয়ে গেলেই তাঁকে সরাসরি নিয়ে যাওয়া হবে সিজিওতে। প্রসঙ্গত, গ্রেফাতরির পর হেফাজতে নেওয়ার আগে অভিযুক্তকর মেডিক্যাল পরীক্ষাই আইনি রীতি। তাই সরকারি নিয়ম মেনেই এদিন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্য়ায়ের মেডিক্যাল পরীক্ষা করা হয়। যদিও মেডিক্যাল পরীক্ষার পর থেকেই অসুস্থতা বোধ করতে শুরু করেন পার্থ। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন এসএসকেএমের আইসিইউ-তে। তৈরি হয়েছেন ৬ সদস্যের মেডিকেল টিম। অন্যদিকে এখনও পর্যন্ত সুস্থই রয়েছেন অর্পিতা। তাঁর বাড়ি থেকে ২১ কোটি ২২ লক্ষ টাকা উদ্ধারের পাশাপাশি সোনা ও প্রচুর বৈদেশিক মুদ্রাও উদ্ধার করেছে ইডি। যার লিস্টও দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফে।