AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Dakshin Lok Sabha Constituency: তিন নারীর লড়াইয়ে কার গলায় উঠবে ‘মণিহার’?

Kolkata Dakshin Lok Sabha Constituency: চব্বিশের নির্বাচনে কলকাতা দক্ষিণ কেন্দ্রের প্রধান তিন দলের তিন প্রার্থীই মহিলা। একসময়ের মমতা-গড়ে এই তিনজনের মধ্যে মূলত টক্কর হতে চলেছে। সেখানে কে জিতবেন, সেটাই দেখার।

Kolkata Dakshin Lok Sabha Constituency: তিন নারীর লড়াইয়ে কার গলায় উঠবে 'মণিহার'?
কলকাতা দক্ষিণে কে জিতবেন? শনিবার, ১ জুন ব্যালটবন্দি হবে প্রার্থীদের ভাগ্য
| Updated on: May 31, 2024 | 8:29 PM
Share

কলকাতা: একসময় এই লোকসভা কেন্দ্রের সঙ্গে সমার্থক হয়ে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। প্রায় বছর কুড়ি কলকাতা দক্ষিণের সাংসদ ছিলেন তৃণমূল সুপ্রিমো। প্রথমে কংগ্রেসের টিকিটে। তারপর তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠান পর ঘাসফুল প্রতীকে এই কেন্দ্রের সাংসদ হয়েছেন মমতা। কলকাতা দক্ষিণ কখনও খালি হাতে ফেরায়নি তৃণমূল সুপ্রিমোকে। মুখ্যমন্ত্রী হওয়ার পর সাংসদ পদ থেকে পদত্যাগ করেন মমতা। কিন্তু, কলকাতা দক্ষিণ তৃণমূলের দখলেই রয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভার সব আসনেই জয়লাভ করে ঘাসফুল শিবির। প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। এবার কংগ্রেসের সমর্থনে এই কেন্দ্রে কোমর বেঁধে নেমেছে বামেরা। ফল কী হবে, তা জানা যাবে ৪ জুন। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৭,২৮,২৫৯। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ৫.৯ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ০.৩ শতাংশ। সংখ্যালঘু ভোটার ২২ শতাংশ। গ্রামীণ ভোটার ১.৬ শতাংশ। শহুরে ভোটার ৯৮.৪ শতাংশ।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর এই কেন্দ্রে উপনির্বাচনে জিতে সাংসদ হন তৃণমূল প্রার্থী সুব্রত বক্সি। চোদ্দোর লোকসভা নির্বাচনেও জেতেন তিনি। তবে উনিশের লোকসভা নির্বাচনে মালা রায়কে প্রার্থী করে ঘাসফুল শিবির। উনিশের নির্বাচনে নিকটতম বিজেপি প্রার্থী চন্দ্র কুমার বসুকে ১ লক্ষ ৫৫ হাজারের বেশি ভোটে হারান মালা রায়।

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ কসবা ২৯,৫৮২ ৬৩,৮৯৪ ৯৮,৫৩৫
২০২১ কসবা ৩৯,১৮০ ৫৭,৭৫০ ১,২১,৩৭২
২০১৯ বেহালা পূর্ব ৩২,৭৯৪ ৭৩,৪৮৩ ৮৯,৩৪১
২০২১ বেহালা পূর্ব ৩০,১৭২ ৭৩,৫৪০ ১,১০,৯৬৮
২০১৯ বেহালা পশ্চিম ৩৯,৮৩৬ ৭৫,০৫১ ৯১,২১৬
২০২১ বেহালা পশ্চিম ৪৭,৫০৯ ৬৩,৮৯৪ ১,১৪,৭৭৮
২০১৯ কলকাতা বন্দর ৩,৯৭৬ ৪৫,৮৬৩ ৮২,১০২
২০২১ কলকাতা বন্দর ৫,৫৯০ (কংগ্রেস) ৩৬,৯৮৯ ১,০৫,৫৪৩
২০১৯ ভবানীপুর ৮,৭০০ ৫৭,৯৬৯ ৬১,১৩৭
২০২১ ভবানীপুর ৫,২১১ (কংগ্রেস) ৪৪,৭৮৬ ৭৩,৫০৫
২০১৯ রাসবিহারী ১৬,৩৬৪ ৫৭,৯৭৬ ৫২,৫৫৫
২০২১ রাসবিহারী ১০,৩১৪ (কংগ্রেস) ৪৪,২৯০ ৬৫,৭০৪
২০১৯ বালিগঞ্জ ৮,৫১৮ ৪২,৮৫০ ৯৭,৩০২
২০২১ বালিগঞ্জ ৮,৪৭৪ ৩১,২২৬ ১,০৬,৫৮৫

একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?

একুশের বিধানসভা নির্বাচনে কলকাতা দক্ষিণের সাতটি বিধানসভা আসনই পায় তৃণমূল। কসবায় জেতেন জাভেদ আহমেদ খান। তৃণমূলের টিকিটে বেহালা পূর্বে জয়ী হন রত্না চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমে জয়ী হন পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা বন্দরে ঘাসফুল ফোটান ফিরহাদ হাকিম। ভবানীপুরে জয়ী হন শোভনদেব চট্টোপাধ্যায়। রাসবিহারীতে জেতেন দেবাশিস কুমার। এবং বালিগঞ্জে জয়ী হন সুব্রত মুখোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের কয়েকমাসের মধ্যেই বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন ভবানীপুরের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এই আসনে উপনির্বাচনে জেতেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, একুশের নির্বাচনের কয়েকমাস পর প্রয়াত হন বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়। ২০২২ সালে এই আসনে উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন বাবুল সুপ্রিয়।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৩৫.১ শতাংশ ভোট। তৃণমূল ৪৮.১ শতাংশ, সিপিএম ১১.৮ শতাংশ ও কংগ্রেস ৩.৬ শতাংশ ভোট পায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ২৮.৬ শতাংশ ভোট। তৃণমূল ৫৬.৭ শতাংশ, সিপিএম ১০.২ শতাংশ ও কংগ্রেস ১.৭ শতাংশ ভোট পায়।

চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?

বিদায়ী সাংসদ মালা রায়কেই কলকাতা দক্ষিণে প্রার্থী করেছে তৃণমূল। আর রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।