Partha-Jyotipriya: পার্থ আর বালুর পার্থক্য কোথায়, বোঝালেন শোভনদেব
Shobhondeb Chatterjee: তৃণমূল প্রথম থেকেই বলে এসেছে, দল কারও দায় নেবে না। জ্যোতিপ্রিয়-মামলাতেই একই কথা শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখে। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের তুলনায় নারাজ শোভনদেব। তিনি বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দৃশ্যত দেখা গিয়েছিল অনেক টাকা। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে সেরকম কিছু দেখা যায়নি। তাই দু'টো ক্ষেত্রে সমান না।"
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারও অনুপস্থিতিই তৃণমূল কংগ্রেসে কোনও প্রভাব ফেলবে না বলে মন্তব্য করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি ও দলে তার প্রভাব প্রসঙ্গে তৃণমূলের পরিষদীয় মন্ত্রী তথা বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “আমাদের দলে অনেকেই মনে করেন যে খুব গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারও ক্ষেত্রেই দলের কোনও ক্ষতি হবে না। উত্তর ২৪ পরগনায় জ্যোতিপ্রিয় মল্লিকের একটা ভাল সংগঠন ছিল ঠিকই। কিন্তু আমাদের দলে শেষ কথা মমতাই। অন্য কেউ না।”
রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিঃসন্দেহে তিনি তৃণমূলের ‘হেভিওয়েট’ নেতা। এর আগে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়া পার্থও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণই ছিলেন। এছাড়া গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলও ধারেভারে মোটে কম ছিলেন না দলের অন্দরে।
তৃণমূল প্রথম থেকেই বলে এসেছে, দল কারও দায় নেবে না। জ্যোতিপ্রিয়-মামলাতেই একই কথা শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখে। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের তুলনায় নারাজ শোভনদেব। তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দৃশ্যত দেখা গিয়েছিল অনেক টাকা। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে সেরকম কিছু দেখা যায়নি। তাই দু’টো ক্ষেত্রে সমান না।”
তবে কেউ কোনও অপরাধ করলে সে দায় যে দল নেবেন না তাও বলেন শোভনদেব। যদিও দলের মধ্যে তার যে কিছুটা প্রভাব পড়ে তা মেনে নেন তিনি। তবে একইসঙ্গে শোভনদেব বলেন, তিনি বিশ্বাস করেন না জ্যোতিপ্রিয় মল্লিক এমন কোনও কাজ করেছেন। জ্যোতিপ্রিয় নিজেও বারবার নির্দোষ বলেই দাবি করেছেন। শোভনদেবের কথায়, “তাঁকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ আর ইডিকে প্রমাণ করতে হবে তিনি দোষী।”