সল্টলেক: সল্টলেকে বিক্ষোভ বাংলা পক্ষর। পুলিশের এসআই নিয়োগ পরীক্ষায় ১০০ নম্বরের বংলা পেপার বাধ্যতামূলক করার দাবিতে পথে নামে তারা। পাশাপাশি ডেপুটেশনও জমা দেওয়া হয়।
বুধবার সকালে বাংলা পক্ষর কর্মীরা জমায়েত হন সল্টলেকের আরক্ষা ভবনের সামনে। পুলিশের এসআই পরীক্ষায় বাংলা জানা এবং পশ্চিমবঙ্গের ছেলেদের চাকরির দাবি নিয়েই জমায়েত করেন তাঁরা।
এদিনের জমায়েতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তিনি বলেন, তামিল তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক গুজরাট কিংবা অন্যান্য রাজ্যে, রিক্রুটমেন্ট পরীক্ষায় সেই রাজ্যের ভাষা জানা বাধ্যতামূলক রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটা নেই। পশ্চিমবঙ্গে পুলিশে, এসআই পদে নিয়োগের ক্ষেত্রে বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করার দাবিতেই বাংলা পক্ষ এদিনের কর্মসূচি। গর্গ বলেন, ‘পশ্চিমবঙ্গ আরক্ষা ভবনে আমরা এসেছি। কারণ এটি হল ভারতের একমাত্র রাজ্য যেখানে রাজ্যের মুল ভাষা বাংলা তা বাধ্যতামূলক নয় পুলিশে সাব ইন্সপেক্টরের চাকরি পেতে। এটা একটা অসহ্য অবস্থা। পঞ্জাবে পঞ্জাবী বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, ইউপি-বিহারে হিন্দি বাধ্যতামূলক গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, অন্ধ্রতে তেলুগু বাধ্যতামূলক অথচ পশ্চিমবঙ্গে বাংলা ছাড়া হিন্দি, উর্দু দিয়ে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন।’ এরপর তিনি আরও বলেন, ‘বহিরাগত একজন বাংলা না জেনে এখানে এসে সাব ইন্সপেক্টর হয়ে যেতে পারেন। এবং সেটা হচ্ছেও। আমাদের স্পষ্ট দাবি বাংলায় পরিষেবা ব্যহত হচ্ছে। বহিরাগতরা বাংলার সংস্কৃতি, ভাষার সঙ্গে পরিচিত নয়। মমত্ব নেই। এবং এই চাকরিগুলি বাংলার মানুষের করের টাকায় হয়।’