Anubrata Mondal: ‘কোনও তথ্য পায়নি’, আদালতে ‘রাজনৈতিক ষড়যন্ত্রে’র তত্ত্ব দিলেন অনুব্রতর আইনজীবীর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 24, 2022 | 7:44 PM

Anubrata Mondal: চারদিনের সিবিআই হেফাজত শেষে বুধবার আদালতে তোলা হয়েছে অনুব্রতকে।

Anubrata Mondal: কোনও তথ্য পায়নি, আদালতে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব দিলেন অনুব্রতর আইনজীবীর
অনুব্রত মণ্ডল

Follow Us

আসানসোল :  বুধবার আদালতে যে কোনও শর্তে জামিন চেয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবী দাবি করেছেন, গরু পাচারের সঙ্গে কোনও যোগ নেই অনুব্রতর। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে উল্লেখ করেছেন আইনজীবী। এ দিন আসানসোল সিবিআই আদালতে অনুব্রতর পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী দাবি করেন, গরু পাচার হত মুর্শিদাবাদ সীমান্ত থেকে। তাই পাচারের সঙ্গে কোনও যোগ নেই অনুব্রতর।

আদালতে শুনানির শুরুতেই অনুব্রতর পক্ষের আইনজীবী দাবি করেন, এখনও কোনও তথ্য পায়নি সিবিআই। তিনি আরও উল্লেখ করেন, বিপুল সম্পত্তি পাওয়া মানেই সেটা এই দুর্নীতির সঙ্গে, এমনটা বলা যায় না। সিবিআই আগেরবারও প্রভাবশালী তত্ত্বে জামিনের বিরোধিতা করেছিল। এবার আগে থেকেই অনুব্রতর আইনজীবী সেই প্রভাবশালী তত্ত্বের বিরোধিতা করেন। তাঁর দাবি, তাঁর মক্কেল মুখ্যমন্ত্রীকে চিনতেই পারেন, তার মানেই তিনি প্রভাবশালী নন।

অনুব্রত রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত বলে উল্লেখ করে তাঁর আইনজীবী এ দিন আরও বলেন, সঙ্গে তিনজন লোক থাকলেই কি কেউ প্রভাবশালী হয়ে যায়? আইনজীবী আরও উল্লেখ করেন, অনুব্রতর বয়স ৬৪ বছর ৮ মাস। তিনি যে অসুস্থ, সেই যুক্তিও এ দিন ফের একবার খাড়া করার চেষ্টা করেন অনুব্রতর আইনজীবী।

গত চারদিন যে তাঁকে সিবিআই হেফাজতে রাখা হয়েছিল, তার কোনও প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেন আইনজীবী। দাবি করেন, প্যান বা আধার কার্ড নম্বর দিলেই সব তথ্য পাওয়া যায়, তার জন্য হেফাজতে রাখার দরকার নেই। মঙ্গলবার বোলপুরে জমি রেজিস্ট্রেশনের যে অফিসে গিয়েছিলেন সিবিআই-এর তদন্তকারীরা, তারও কোনও প্রয়োজন ছিল না বলেও উল্লেখ করেন আইনজীবী।

এ দিন যে কোনও শর্তে জামিনের আবেদন জানানো হয় অনুব্রতর তরফে। প্রয়োজনে অনুব্রত বীরভূমে পা রাখবেন না বলেও দাবি করেন তাঁর আইনজীবী।

Next Article