CM Mamata Banerjee: ‘বাংলায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠাবে?’ কেন্দ্রের ‘গুপ্ত নোটিফিকেশন’ নিয়ে গর্জে উঠলেন মমতা
CM Mamata Banerjee: মমতার দাবি ওই বিজ্ঞপ্তি গোপনে করেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার। বলেন, “ওই নোটিফিকেশন লুকিয়ে লুকিয়ে করেছে। ওরা নিজেদের রাজ্য যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে, গ্রেফতার করবে ডিটেনশন ক্যাম্পে (হোল্ডিং এরিয়া) রেখে দেবে।”

কলকাতা: ছাব্বিশের ভোটের আগে পুরোদমে বাঙালি আবেগে শান দিতে মাঠে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে বিগত কয়েকদিন ধরেই সুর চড়াচ্ছেন ঘাসফুল শিবিররের নেতারা। কুণাল বলছেন বিজেপি বঙ্গবাসী-বঙ্গভাষী বিরোধী। এবার একযোগে পথে নামতে দেখা গেল মমতা-অভিষেককে। বৃষ্টি মাথায় নিয়েই ধর্মতলার মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে।
মঞ্চ থেকেই মমতা বলেন, “আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে লক্ষ্য করছি। কারণ প্রতিদিনি আমাদের কাছে অভিযোগ আসে। সেটা আমাদের দেখতে হয়। ভারত সরকার ও বিজেপির আচরণে আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত, ব্যথিত।” তীব্র কটাক্ষের সুরে বলেন, “একটা প্রবাদ আছে বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা! ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে। আমরা সেটাকে চ্যালেঞ্জ করব।”
মমতার দাবি ওই বিজ্ঞপ্তি গোপনে করেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার। বলেন, “ওই নোটিফিকেশন লুকিয়ে লুকিয়ে করেছে। ওরা নিজেদের রাজ্য যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে, গ্রেফতার করবে ডিটেনশন ক্যাম্পে (হোল্ডিং এরিয়া) রেখে দেবে। এমনকী কেউ আত্মীয়র বেড়াতে গেলেও!” এরপরই কটাক্ষের ধার বাড়িয়ে আরও বলেন, “আমরা সবাইকে সম্মান করি, কিন্তু বাঙালিদের উপর অত্যাচার হলে আমরা ছাড়ব না। দিল্লিওয়ালো কী ভাবছেন যে আপানারা দেশের জমিদারি নিয়ে নিয়েছেন? যাকে ইচ্ছা জেলা পাঠিয়ে দেবেন? বাংলা ভাষায় কথা বললেই আপনি যাকে ইচ্ছা বাংলাদেশি রোহিঙ্গা বলে দেবেন?”
