৪০ কেজির বেশি গাঁজা-সহ সিআইডি-র জালে দুই পাচারকারী

ঋদ্ধীশ দত্ত |

Jan 15, 2021 | 7:54 PM

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে খড়গপুরের রূপনারায়ণপুরের কাছে আগে থেকেই সাদা পোশাকে জাল পেতে ছিলেন সিআইডি-র গোয়েন্দারা। পুলিসের জালে ধরা পড়েছে দীপঙ্কর দাস এবং বাপ্পা দাস নামের দুই পাচারকারী।

৪০ কেজির বেশি গাঁজা-সহ সিআইডি-র জালে দুই পাচারকারী

Follow Us

কলকাতা: ভিনরাজ্য থেকে বিপুল পরিমাণ মাদক রাজ্যে নিয়ে আসার সময় রাজ্য পুলিসের সিআইডি (CID)-র জালে ধরা পড়ল দুই মাদক পাচারকারী। পুলিস সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৪০ কেজিরও বেশি গাঁজা (Marijuana) উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে ওই বিপুল পরিমাণ মাদক রাজ্যে নিয়ে আসা হচ্ছিল। তবে মাঝপথেই তা ধরা পড়ে যায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে খড়গপুরের রূপনারায়ণপুরের কাছে আগে থেকেই সাদা পোশাকে জাল পেতে ছিলেন সিআইডি-র গোয়েন্দারা। পুলিসের জালে ধরা পড়েছে দীপঙ্কর দাস এবং বাপ্পা দাস নামের দুই পাচারকারী।

আরও পড়ুন: ০ ০ ০ ০ ০ ০ ০ ০, এ বারও শূন্য হাতে ফিরলেন কৃষকরা

ধৃতদের আজ তোলা হয় মেদিনীপুর আদালতে। দুই অভিযুক্তের সাতদিনের পুলিস হেফাজত দেন বিচারক। ওই বিপুল পরিমাণ মাদক রাজ্যে কোথায় পৌঁছনোর পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

আরও পড়ুন: বউবাজারে বৃদ্ধের গলার নলি কাটা দেহ উদ্ধার

Next Article