বউবাজারে বৃদ্ধের গলার নলি কাটা দেহ উদ্ধার

Jan 15, 2021 | 8:09 PM

গলায় গভীর ক্ষত ছিল, চোট ছিল মাথার পিছনেও। ঘরের সব জিনিস লণ্ডভণ্ড ছিল।

বউবাজারে বৃদ্ধের গলার নলি কাটা দেহ উদ্ধার
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: বউবাজারে (Bowbazar) বৃদ্ধের গলার নলি কাটা দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম আয়ুব ফিদা আলি আঘা (৭৫)। ঘটনাস্থলে হোমিসাইড শাখা।

বউবাজারের ফিয়ার্স লেনে একটি আবাসনের ফার্স্ট ফ্লোরে থাকতেন আয়ুব ফিদা আলি। হার্ডওয়্যারের ব্যবসা ছিল তাঁর। বৃদ্ধের ছেলে ব্যবসা দেখেন, মেয়ে চাকরি করেন। ছেলে জুলফিকার তাঁর পরিবার নিয়ে অদূরেই থাকেন। প্রত্যেক দিনের মতো শুক্রবার সকালেও অফিসে চলে যান মেয়ে। বাড়িতে একাই ছিলেন বৃদ্ধ।  শুক্রবার সকালে বৃদ্ধের ভাইয়ের স্ত্রী তাঁকে ডাকতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ।

সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের ডাকেন তিনি। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে আয়ুবকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন তাঁরা। গলায় গভীর ক্ষত ছিল, চোট ছিল মাথার পিছনেও। ঘরের সব জিনিস লণ্ডভণ্ড ছিল। বউবাজার থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন: ‘বাংলার বাড়ি’ নয়, বাগবাজারের সর্বহারাদের আর্থিক সাহায্য করবে পুরসভা

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, লুঠের উদ্দেশ্যেই কেউ ঘরে ঢুকেছিল। তাতে বাধা পেয়েই খুন বলে মনে করছেন তদন্তকারীরা। সূত্র খুঁজছে পুলিস।

Next Article