কলকাতা: রাজ্যের জেলগুলির পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠল আদালতে। পরিস্থিতি অমানবিক বলে কলকাতা হাইকোর্টে উল্লেখ করলেন আইনজীবী। অন্য একটি মামলার সঙ্গে যুক্ত হলেও ওই আইনজীবী জেল সংক্রান্ত ইস্যুতে পৃথক একটি আবেদন করেন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। আইনজীবীর দাবি, মহিলা বন্দিরা জেলের ভিতরেই অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ছেন। কোনও পুরুষ যাতে জেলে প্রবেশ না পারেন, সেই আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জেল সংক্রান্ত একটি মামলায় অ্যামিকাস কিউরি বা আদালত বান্ধব আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন তাপস ভঞ্জ। সেই মামলার সূত্র ধরেই রাজ্যের বিভিন্ন জেল পরিদর্শন করেছেন তিনি। অভিযোগ শুনে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মন্তব্য করেছেন, খুব সিরিয়াস বিষয়।
অভিযোগ, জেলে থাকা অবস্থায় অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন এ রাজ্যের বহু মহিলা বন্দি। সেই কারণে ১৯৬ জন শিশুর জন্ম হয়। রাজ্যের বিভিন্ন জেলে এমন ১৯৬ জন শিশু আছে বলেও অভিযোগ করেছেন আইনজীবী। জানা গিয়েছে, মামলার সূত্রে সম্প্রতি রাজ্যের কারা বিভাগের আই জি-র সঙ্গে তাপস ভঞ্জ রাজ্যের বিভিন্ন জেলে ঘুরেছেন। তারপরই তিনি এদিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে।
দেশের সব জেলেই অমানবিক পরিস্থিতি রয়েছে, এমন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি আর সি লাহোটি একটি চিঠি লিখে মামলা করেছিলেন। সুপ্রিম কোর্ট বিষয়টা স্বতঃস্ফূর্ত মামলা হিসেবে গ্রহণ করেছিল। যেহেতু বিষয়টি রাজ্যের অন্তর্ভুক্ত, তাই ওই মামলায় কিছু নির্দেশ দিয়ে দেশের সমস্ত হাইকোর্টে পাঠানো হয়। রাজ্যগুলির হাইকোর্টের প্রধান বিচারপতিরা সেই মামলা গ্রহণ করেন। কলকাতা হাইকোর্টে সেই মামলায় তাপস ভঞ্জকে আদালত বান্ধব আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়েছে।