কলকাতা: দুর্নীতি-রোধে কলকাতায় অনুষ্ঠিত হল G-20 দুর্নীতি-দমন মন্ত্রিসভার বৈঠক (Anti Corruption Ministerial Meeting)। দু-দিন ব্যাপী এই বৈঠকে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত, সর্বস্তরে দুর্নীতি দূর করতে সম্মিলিত প্রয়াসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই বৈঠকে। জি-২০-ভুক্ত ১০টি দেশের প্রতিনিধিদের উপস্থতিতে আয়োজিত এই বৈঠকের শেষে শনিবার সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)। দুর্নীতি-দমনে যে বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে, সেগুলি তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। এই বৈঠকে মহিলাদের দুর্নীতির শিকার হওয়ার বিষয়টির উপরেও জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা নানাভাবে দুর্নীতির শিকার হচ্ছে। কীভাবে মহিলারা দুর্নীতির শিকার হচ্ছে এবং সেটা কীভাবে ঠেকানো যায়, সে ব্যাপারে জি-২০-র এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রীর কথায়, বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম ‘জেন্ডার বেসড করাপশন’। মহিলারা কীভাবে, কেন দুর্নীতির শিকার হচ্ছে ও তা আটকানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। জি-২০ ভুক্ত সমস্ত দেশের কাছে এই সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। এটা নিয়ে ভবিষ্যতে আলোচনা করে সমাধানের রাস্তা বের করা হবে।
G-20 দুর্নীতি-দমন মন্ত্রিসভার বৈঠকে সম্পত্তি উদ্ধার-এর উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, অনেকেই দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে বা পালিয়ে যায়। অভিযুক্তরা যাতে সেটা করতে না পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে বৈঠকে। মূলত, দুর্নীতিগ্রস্থরা যাতে বিদেশের আইনের সুবিধা নিয়ে সেখানে পালিয়ে থাকতে এবং দুর্নীতির টাকা লুকিয়ে রাখতে না পারে, সেই বিষয়ে G 20-ভুক্ত দেশগুলির মধ্যে সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়েছে। এব্যাপারে কড়া আইন আনার কথাও হয়েছে। বিদেশে গচ্ছিত কালো টাকা উদ্ধারের ব্যাপারে ইতমধ্যে নরেন্দ্র মোদী সরকার বিশেষ পদক্ষেপ করেছে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, “গত পাঁচ বছরে ১.৮ বিলিয়ন টাকা বিদেশ থেকে উদ্ধার করে ভারতের ব্যাঙ্কে জমা করা হয়েছে। এই সবই দুর্নীতির টাকা। আগামীতে আরও টাকা উদ্ধারে জোর দেওয়া হচ্ছে। এই বৈঠকে এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।”
প্রসঙ্গত, ভারতের সভাপতিত্বে আগামী মাসে নয়া দিল্লিতে বসছে G-20 সামিট। তার আগে গত ৯ অগস্ট থেকে কলকাতায় হয় G-20 দুর্নীতি-বিরোধী ওয়ার্কিং গ্রুপের (ACWG) বৈঠক হয়। ভারতের সভাপতিত্বে জি-২০ সামিটের প্রাক্কালে এটাই জি-২০ দুর্নীতি-বিরোধী ওয়ার্কিং গ্রুপের তৃতীয় ও শেষ বৈঠক ছিল। দুর্নীতি-বিরোধী ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর জি-২০ দুর্নীতি-বিরোধী মন্ত্রিসভার বৈঠক হয়। এই বৈঠকে জি-২০ ভুক্ত ১০টি দেশের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জি-২০ দুর্নীতি-বিরোধী মন্ত্রিসভার পরবর্তী বৈঠক হবে ব্রাজিলে।