Local Train Cancellations: শিয়ালদহ-বিধাননগরের মাঝে চলবে কাজ, ফের ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়
Train Cancellations: ৩১৫৪২ শান্তিপুর – শিয়ালদহ লোকালের যাত্রাপথ সংক্ষেপিত করা হচ্ছে। ব্যারাকপুরেই শেষ হবে যাত্রা। পাশাপাশি ১২ তারিখ ৩১৫১১ শিয়ালদহ – শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে ছাড়বে। ৫৩১৭১ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার ১২ নভেম্বর শিয়ালদহ থেকে ছাড়বে ভোর ৪টা ১৫ মিনিটে।

কলকাতা: সাম্প্রতিককালে দফায় দফায় ট্রেন বাতিল থেকেছে হাওড়া ডিভিশনে। সপ্তাহান্তে একাধিক লোকাল বাতিল থাকলেও চরমে উঠেছে যাত্রীদের ভোগান্তি। বর্ধমান, আরামবাগ, তারকেশ্বর, ব্যান্ডেল সহ একাধিক রুটে বাতিল থেকেছে ট্রেন। এবার একই ছবির পুনরাবৃত্তি দেখা যেতে চলেছে শিয়ালদহ ডিভিশনে। শিয়ালদহ শাখায় সিগন্যাল, ট্রাফিক-পাওয়ারের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন চলাচলে সাময়িক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনও বাতিল থাকছে। ১১ তারিখ রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১২ তারিখ ভোর সাড়ে তিনটে পর্যন্ত শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের মধ্যে কিছু অংশে পাওয়ার ব্লক করা হবে বলে জানা যাচ্ছে।
১১ তারিখ বাতিল থাকছে যে ট্রেনগুলি
- ৩২২৪৯ শিয়ালদহ – ডানকুনি লোকাল
- ৩২২৫২ ডানকুনি – শিয়ালদহ লোকাল
- ৩১৪৪৭ শিয়ালদহ – নৈহাটি লোকাল
- ৩১৪৫০ নাইহাটি – শিয়ালদহ লোকাল
অন্যদিকে ৩১৫৪২ শান্তিপুর – শিয়ালদহ লোকালের যাত্রাপথ সংক্ষেপিত করা হচ্ছে। ব্যারাকপুরেই শেষ হবে যাত্রা। পাশাপাশি ১২ তারিখ ৩১৫১১ শিয়ালদহ – শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে ছাড়বে। ৫৩১৭১ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার ১২ নভেম্বর শিয়ালদহ থেকে ছাড়বে ভোর ৪টা ১৫ মিনিটে। কিন্তু ছাড়ার কথা ছিল ভোর ৩টে বেজে ৪৫ মিনিটে। ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে রেলের তরফে। সেই বিবৃতিততেই এই সামগ্রিক পরিবর্তনের কথা জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।
অন্যদিকে আসানসোল ডিভিশনেও চলতি মাসে থাকছে বেশ কিছু বদল থাকছে। ইন্টারলকিং সংক্রান্ত নানাবিধ কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। সে কারণেই বর্ধমান-দুর্গাপুর-আসানসোল সেকশনে বেশ কিছু ট্রেনের যাত্রাপথে বদল থাকছে ২৩ তারিখ পর্যন্ত।
