Electrocuted to death: ভবানীপুরে রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, কী বলছে পুরনিগম?

Abdul Aziz | Edited By: সঞ্জয় পাইকার

Oct 25, 2024 | 10:31 PM

Electrocuted to death: স্থানীয় বাসিন্দারা বলছেন, সৌরভদের একটি ছোট খাবারের দোকান রয়েছে এলাকায়। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ জাস্টিস দ্বারকানাথ রোড দিয়ে ফিরছিলেন ওই যুবক। রাস্তার পাশের একটি দেওয়াল স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হন বলে স্থানীয় বাসিন্দারা জানান।

Electrocuted to death: ভবানীপুরে রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, কী বলছে পুরনিগম?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝড়-বৃষ্টি। রাস্তায় জমেছে জল। আর সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে। মৃত যুবকের নাম সৌরভ গুপ্তা (২২)। তাঁর বাড়ি বিহারে। বাবার সঙ্গে ওই এলাকায় থাকতেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সৌরভদের একটি ছোট খাবারের দোকান রয়েছে এলাকায়। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ জাস্টিস দ্বারকানাথ রোড দিয়ে ফিরছিলেন ওই যুবক। রাস্তার পাশের একটি দেওয়াল স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হন বলে স্থানীয় বাসিন্দারা জানান। খবর দেওয়া হয় ভবানীপুর থানায়। পুলিশ এসে যুবককে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে কলকাতার রাস্তায় একাধিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কলকাতা পুরনিগমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ল্যাম্পপোস্টের ছেঁড়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এই যুবকের মৃত্যুর ঘটনায় কলকাতা পুরনিগমের কোনও গাফিলতি নেই বলে দাবি করলেন কলকাতা পুরনিগমের আলো বিভাগের মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সী।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় আলো বিভাগের মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সী বলেন, “ঝড়-জলের জন্য পুরনিগমের তরফে গতকাল আলো বন্ধ রাখা হয়েছিল। এদিনও ওই এলাকায় জল থাকায় আলো জ্বালানো হয়নি। তাছাড়া ওই বাড়ির সামনে কোনও ল্যাম্পপোস্ট নেই। দুর্ঘটনার পর সিইএসসি-র কর্মীরা দুর্ঘটনাস্থলে যান। তাঁরা দেখেন, বাড়ি থেকে লাইন টেনে আলো জ্বালানো হয়েছিল। ফলে কলকাতা পুরনিগমের ল্যাম্পপোস্ট থেকে এই দুর্ঘটনা ঘটেনি। যুবকটি পাশের বাড়িতে থাকতেন।”

 

Next Article