কলকাতা: সকাল থেকে চলছে, সন্ধ্যা পেরিয়ে রাত বলেও নেই বিরাম। এরইমধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে রাতে আরও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আশার কথা এই যে দুপুরের পরেই ঘূর্ণিঝড়ের তকমা হারিয়েছে দানা। পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। ফলে ঝড়ের ঝাপটা কমলেও নিম্নচাপ যেহেতু বাংলা থেকে বেশি দূরে যায়নি সে কারণে বৃষ্টি এখনই থামছে না বলে জানা যাচ্ছে হাওয়া অফিস। এরইমধ্যে ভোর ৪টে থেকে দুপুর ২ টো পর্যন্ত নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণের তথ্য সামনে এসেছে।
তাতেই দেখা যাচ্ছে ওই সময়ের মধ্যে মানিকতলায় বৃষ্টি হয়েছে ৮৩ মিমি। দত্তবাগানে যে পরিমাণ ৭৩.৫০ মিমি। বীরপাড়ায় ৭০ মিমি। মার্কাস স্কোয়ার ৫৮.৭০ মিমি। বেলগাছিয়ায় ৬৯ মিমি। ধাপা লক ৭১ মিমি, তপসিয়াতে ১০৯ মিমি। উল্টোডাঙ্গাতে ৬৯ মিমি। সেখানে অনেকটাই এগিয়ে রয়েছে পাটুলি। পাটুলিতে ভোর ৪টে থেকে দুপুর ২ টো পর্যন্ত ১২৯ মিমি বৃষ্টি হয়েছে বলে দেখা যাচ্ছে।
অন্যদিকে পামার বাজারে ৯৪ মিমি, ঠনঠনিয়াতে ৭৯.৮০ মিমি, কুলিয়া ট্যাংরায় ৭৮.২০ মিমি, চিংড়িঘাটায় ৬৯ মিমি, পাগলাডাঙ্গায় ৮৪.৬০ মিমি। বালিগঞ্জে ১২৪ মিমি। মোমিনপুরে ১১১ মিমি। চেতলা লক ১০৭ মিমি, যোধপুর পার্কে ১৬৩ মিমি। মোটের উপর দক্ষিণ কলকাতার সর্বত্রই বৃষ্টিপাতের পরিমাণ বেশ বেশি। অন্যদিকে কালীঘাটে ১০৫.৩০ মিমি, ট্রিচিং গ্রাউন্ডে ১০৩.৫০ মিমি, ধানখেতি খাল ১০৯ মিমি, জোকা ডিপিএসে ৭৫ মিমি, বেহালা ফ্লায়িং ক্লাব ৯৬.৩০ মিমি, জিঞ্জিরা বাজার ৯৭ মিমি, সিপিটি ক্যানাল ১১০.৪০ মিমি।