Amit Shah: কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বৃষ্টিতে মাঠে জল জমায় আরামবাগ যাচ্ছেন না শাহ

Pradipto Kanti Ghosh | Edited By: সঞ্জয় পাইকার

Oct 26, 2024 | 1:08 AM

Amit Shah: শনিবার রাত ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিউটাউনের একটি হোটেলে রাতে থাকবেন। রবিবার দিনভর নানা কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার সকাল ১১টা নাগাদ হেলিকপ্টারে নদিয়ার কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Amit Shah: কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বৃষ্টিতে মাঠে জল জমায় আরামবাগ যাচ্ছেন না শাহ
রবিবার একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহর

Follow Us

কলকাতা: আসার কথা ছিল ২৪ অক্টোবর। কিন্তু, ঘূর্ণিঝড় দানার জন্য সেই সফর পিছিয়ে যায়। শনিবার (২৬ অক্টোবর) রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। বাংলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। তবে বৃষ্টিতে মাঠে জল জমে যাওয়ায় তাঁর আরামবাগ সফর বাতিল করা হয়েছে।

শনিবার রাত ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিউটাউনের একটি হোটেলে রাতে থাকবেন। রবিবার দিনভর নানা কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার সকাল ১১টা নাগাদ হেলিকপ্টারে নদিয়ার কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পেট্রাপোলে মৈত্রীদ্বারের উদ্বোধন করবেন।

কল্যাণী থেকে দুপুর একটা নাগাদ তাঁর হুগলির আরামবাগে পৌঁছনোর কথা ছিল। সেখানে একটি সরকারি কর্মসূচি ছিল। সরকারি ওই সমবায় কর্মসূচি কৃষকদের সঙ্গে কথা বলতেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরামবাগেই মধ্যাহ্নভোজ করবেন বলে ঠিক ছিল। আরামবাগ থেকে কলকাতায় আসতেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু, বৃষ্টির জেরে যে মাঠে কর্মসূচি হওয়ার কথা ছিল, সেই মাঠে জল জমে যাওয়ায় অমিত শাহের চপার নামতে পারবে না। তাই আরামবাগের কর্মসূচি বাতিল করা হয়েছে। ফলে কল্যাণী থেকে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) দলীয় কর্মসূচি রয়েছে।

প্রতি ৬ বছর অন্তর বিজেপির সদস্য সংগ্রহ অভিযান হয়। বিভিন্ন রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হলেও, বাংলায় এখনও তা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। আগে ঠিক ছিল, ২৪ অক্টোবর কলকাতায় দলের সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন শাহ। কিন্তু, ঘূর্ণিঝড় দানার জন্য সফর পিছিয়ে দেন। রবিবার সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনার পাশাপাশি রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। তার আগে দলের রাজ্য নেতাদের শাহ একাধিক নির্দেশ দিতে পারেন বলে সূত্রের খবর। রবিবার রাতেই দিল্লি উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Next Article