মুম্বইঃ আইপিএল বন্ধ হওয়ার পর ফিরে গিয়েছে যে যাঁর ঘরে। আর নিজের শহর মুম্বইতে (MUMBAI) ফিরেই করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে কাজে নেমে পড়েছেন বিরাট কোহলি (VIRAT KOHLI) ও অনুষ্কা শর্মা (ANUSHKA SHARMA)। গড়েছেন তহবিল। শুক্রবারই সে তহবিলের( COVID FUND) কথা ঘোষণা করা হয়। যেখানে শুরুতেই বিরুষ্কা দেন ২ কোটি অর্থ। আর মাত্র ২৪ ঘন্টাতেই সেই তহবিলে জমা পড়ল ৩ কোটি ৬০ লক্ষ টাকা। যা দেখে অভিভূত বিরুষ্কা।
করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে ভারতীয় দলের অধিনায়ক ও তাঁর স্ত্রী নিজেদের উদ্যোগেই এই তহবিল গঠন করেছেন। সোশ্যাল মিডিয়াতে করোনা আক্রান্তদের জন্যএই তহবিল গড়ার সময় তাঁরা জানিয়েছেন, তাঁদের লক্ষ্য এই তহবিলে ৭ কোটি টাকা সংগ্রহ করা । শুরুতেই বিরুষ্কা জুটি ২ কোটি জমা দেন তাঁদের এই তহবিলে। আর মাত্র ১ দিনের মধ্যেই সেই তহবিলে জমা পড়ল মোট ৩ কোটি ৬০ লক্ষ টাকা। যার মধ্যে রয়েছে বিরাটেরও ২ কোটি। অর্থাৎ মাত্র ১ দিনে জমা পড়েছে ১ কোটি ৬০ লক্ষ টাকা।
3.6 crores in less than 24 hours! Overwhelmed with the response. Let’s keep fighting to meet our target and help the country. Thank you.?#InThisTogether #ActNow #OxygenForEveryone #TogetherWeCan #SocialForGood@ketto @actgrants pic.twitter.com/ZCyAlrgOXj
— Virat Kohli (@imVkohli) May 8, 2021
যে দ্রুততায় দেড় কোটির বেশি অর্থ জমা পড়েছে বিরুষ্কার তহবিলে, তা দেখে আপ্লুত ভারত অধিনায়ক। আর প্রয়োজন মাত্র ৩ কোটি ৪০ লক্ষ টাকা। বিরুষ্কার আশা, সেটাও জোগাড় হয়ে যাবে দ্রুতই।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় এন৯৫ মাস্ক বিতরণ অশ্বিনের
শুধু বিরাটই নন, ভারতীয় দলের অনেক ক্রিকেটারই এখন করোনা মোকাবিলর জন্য দাঁড়িয়েছেন মানুষের পাশে। শুক্রবারই অশ্বিন জানিয়েছেন, দুঃস্থদের তিনি চান N95 মাস্ক। ক্রিকেটাররা নিজেদের মত করে পাশে দাঁড়াচ্ছেন করোনা আক্রান্তদের পাশে। ক্রিকেটে ২২ গজ এখন করোনার জেরে খাঁখা করছে এই দেশে। বিরাটদের সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল ও ইংল্যান্ড সিরিজ। তাঁর প্রস্তুতি শুরু হতে সময় লাগবে। আর এর মাঝেই এখন অক্সিজেন থেকে খাবার কিংবা চিকিৎসা- করোনা আক্রান্তদের যাতে কোনও সমস্যা না হয়, এবার সেটাই যেন মিশন বিরুষ্কার।