Kolkata Municipality: কলকাতা পুরনিগমের সচিবের নামে ভুয়ো মেল থেকে নিয়োগপত্র, ধৃত ২ যুবকের পুলিশ হেফাজতের নির্দেশ

Kolkata Municipality: তদন্তে নেমে নদিয়ার রানাঘাট থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবারই তাঁদের তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে।

Kolkata Municipality: কলকাতা পুরনিগমের সচিবের নামে ভুয়ো মেল থেকে নিয়োগপত্র, ধৃত ২ যুবকের পুলিশ হেফাজতের নির্দেশ
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2022 | 8:48 PM

কলকাতা: প্রযুক্তিকে হাতিয়ার করে রোজই দৌরাত্ম্য বাড়ছে প্রতারকদের। অনলাইনেই পাতা হচ্ছে নিত্যনতুন ফাঁদ। এদিকে এবার কলকাতা পৌরসভার (Kolkata Municipality) সচিবের নামেই তৈরি হল ভুয়ো মেল আইডি। সেই মেল আইডির হাত ধরেই চাকরিপ্রার্থীদের কাছে গেল কলকাতা পুরসভায় নিয়োগের ভুুয়ো মেল। বিষয়টি তৎক্ষণাৎ পুরসভায় জানান প্রতারিত যুবক। তারপরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। তদন্তে নেমে নদিয়ার রানাঘাট (Ranaghat in Nadia) থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবারই অভিজিৎ সাধু ও রকি মৃধা নামে দুই যুবককে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। ধৃতদের ২৫ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত(Court)।

এদিকে ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে এ ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কীভাবে বারবার ভুয়ো নিয়োগপত্রে কলকাতা পুরসভার আসল লেটারহেডের ফন্ট নকল করা হচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, “ভুয়ো চাকরির বিষয়ে অভিযোগ জানিয়ে নিউ মার্কেট থানায় অভিযোগ জমা পড়েছিল। এরপরই আজ রানাঘাট থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। একটা চক্র বহুদিন চলছে। নজরে আসার পর নিউমার্কেট থানায় অভিযোগ জানানো হয়। সেই মামলাতেই পুলিশ ২ জনকে গ্রেফতার করছে। ব্যক্তিদেরও গ্রেফতার করা হবে।”

তবে এই প্রথমবার নয়। এর আগেও কলকাতা পুরনিগমে চাকরির নামে প্রতারণার খবর সামনে আসে। পুরসভার সচিব বিভাগের নামে ভুয়ো মেল আইডি খুলে মেল করা হয়েছিল চাকরিপ্রার্থীদের। এর আগে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা অঞ্জন মণ্ডল চাকরির নামে প্রায় ৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ করেছিলেন। তাঁর কাছ থেকে তিন দফায় মোট ৫ লক্ষ টাকাও নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন।